HIGHLIGHTS
Nokia 10 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটের সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে থাকতে পারে
Nokia 10 ফোনটির বিষয়ে এখনও অব্দি অনেক লিক সামনে এসেছে, যার মাধ্যমে এই ফোনটির বিষয়ে অনেক কিছু জানা গেছে। তবে কোম্পানি এখনও অব্দি এই ফোনটির বিষয়ে কিছু জানায়নি। কোম্পানি এই ফোনটির বিষয়ে কিছু বলেনি তারা এইও ফোনটির ওপর তারা কাজ করছে কিনা সেই বিষয়েও কিছু জানায়নি। ফ্লিপকার্টের কিছু সেরা স্মার্টফোন
Surveyআর এবার এই ফোনটির একটি নতুন স্পেক্স লিক হয়েছে। যাতে এর রেয়ার অংশ দেখা গেছে। এর স্কেচ দেখে এটি মনে করা হচ্ছে যে এই ফোনে একটি পেন্ট ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে একটি রাউন্ড ক্যামেরা মডিউল রেয়ার অংশে থাকতে পারে।
এর আগের লিক অনুসারে, Nokia 10 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটের সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে থাকতে পারে। আর ডিজাইনের কথা বললে এই ফোনটির ডিজাইন অনেকতাই Nokia 9 এর মতন হতে পারে। এতে 3D গ্লাস ব্যাক আর ফ্রন্ট থাকতে পারে।