এবার জিওর রিপাব্লিক ডে 2018 অফারট্রি সুবিধা পান আর প্রতিদিন 500MB বেশি ডাটা পান

HIGHLIGHTS

এই অফারটি 26 জানুয়ারি থেকে শুরু হয়েছে , জিওর যে প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যেত, এখন সেখানে 1.5GB ডাটা পাওয়া যাবে আর আগে যেখানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যেত এখন সেখানে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে

এবার জিওর রিপাব্লিক ডে 2018 অফারট্রি সুবিধা পান আর প্রতিদিন 500MB বেশি ডাটা পান

আপনিও যদি জিওর প্রাইম মেম্বার হন তবে আপনাদের বলে দি যে জিও রিপাব্লিক ডে 2018 অফারটি 26 জানুয়ারি লঞ্চ করেছিল। আর আপনিও যদি এই অফারটির জন্য অপেক্ষা করছিলেন তবে আপনার প্রতীক্ষার অবসান হল। এবার আপনিও এই সুবিধাটি পেতে পারেন। অ্যামাজনে এই 32 GB ইন্টারনাল স্টোরেজের ফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের জানিয়ে রাখি যে এই নতুন অফারে জিওর জেই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছিল, এবার তাতে প্রতিদিন 1.5GB ডাটা আর আগে যে প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছিল তাতে এবার প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাচ্ছে। তবে এই প্ল্যান গুলির ভ্যালিডিটি কোন পরিবর্তন হয়নি। এই সব অফার প্রাইম ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে।

এর মানে এই যে Rs 149, Rs 349, Rs 399 আর Rs 449 দামের প্ল্যানে এবার প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে, আর এর ভ্যালিডিটি 28, 70, 84 আর 91 দিনের। এরকম ভাবে Rs 198, Rs 398, Rs 448 আর Rs 498দামের প্ল্যানে এবার প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাচ্ছে, এর বৈধতা 28, 70, 84 আর 91 দিনের।

আর এর সঙ্গে জিও একটি নতুন প্ল্যানও নিয়ে এসেছে। যার দাম Rs. 98 আর এতে ফ্রি কলিং, 2GB ডাটা আর 28 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo