Samsung Galaxy S9 ফোনটি Y-অক্টা ডিসপ্লে আর SLP মেনবোর্ড যুক্ত হতে পারে

HIGHLIGHTS

SLP মেনবোর্ড সবার আগে iPhone X এ দেখা গেছিল

Samsung Galaxy S9 ফোনটি Y-অক্টা ডিসপ্লে আর SLP মেনবোর্ড যুক্ত হতে পারে

এর আগেও Samsung Galaxy S9 ফোনটির লঞ্চের বিষয়ে অনেক রকমের গুজব শোনা গেছিল আর একটি নতুন রিপোর্ট অনুসারে স্যামসং এর Samsung Galaxy S9 আর Galaxy S9 Plus ফোনে নতুন ডিসপ্লে টাইপ আর নতুন মেনবোর্ড প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রেট ইন্ডিয়ান সেলের তৃতীয় দিনে আজকে কোন জিনিসের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে Amazon!

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই নতুন ডিসপ্লে টেকনলজির নাম Y-অক্টা(Youm On-Cell Touch AMOLED) হবে। যা টপ সেন্সারকে OLED লেয়ারের সঙ্গে ডাইরেক্ট মার্জ করার অনুমতি দেয়। যা টাচস্ক্রিনকে আরও বেশি রেসপন্সিভ বানায়। এই টেকনলজিটি প্রথম বার Samsung Galaxy Note 7 এ দেখা গেছিল।

Y-অক্টা ডিসপ্লে ছাড়া এই স্মার্টফোনটিতে SLP মেনবোর্ড হওয়ার সম্ভাবনা আছে। যা সবার প্রথমে iPhone Xএ দেখা গেছিল। SLP সার্কিট বোর্ডকে ছোট করার একটি প্রযুক্তি, যা স্যামসং ফোনে একটি বড় ব্যাটারি ফিট করাতে পারে যা ফোনে ভাল কুলিং দিতে পারে।

এটাও খেয়াল রাখতে হবে যে এই নতুন প্রযুক্তিটির জন্য এই ফোনটির বাইরের ডিজাইনের কোন পরিবর্তন হবেনা। আশা করা হচ্ছে যে Galaxy S9 এর ডিজাইন তার আগের জেনারেশানের ফোনের মতনই হবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo