HIGHLIGHTS
153 টাকার প্ল্যানটি শুধু জিওফোনের ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে আর এতে যে ডাটার অফার পাওয়া যাবে তা 149 টাকা দামের প্রি পেড প্যাকে কিনতে পাওয়া যায়
রিলায়েন্স জিও তাদের 153 টাকা দামের প্রিপেড প্ল্যানটি ব্দলেছে। এই প্ল্যানটি শুধু জিওফোন ইউজার্সদের জন্য পাওয়া যাবে। আর এব্র এই প্ল্যানে জিওফোন ইউজার্সরা রোজ 1GB 4G ডাটা পাবে। আর এর সঙ্গে আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইউজার্সরা জিও অ্যাপের ব্যবহারও করতে পারবে, যেমন- জিওটিভি, জিও সিনেমা আর তাও 28 দিনের জন্য।
Surveyআর এর সঙ্গে জিওফোনের জন্য নতুন প্যাকও নিয়ে এসেছে। এর একটির দাম 24 টাকা আর অন্যটির দাম 54 টাকা। দুটিই প্রতিদিন 500MB’র হাইস্পিড ডাটা দেয়। আর প্রথম প্ল্যানটির বৈধত 2দিনের আর দ্বিতীয় প্ল্যানটির বৈধতা 7দিনের। দুটি প্ল্যানেই কলিং, আনলিমিটেড ডাটা আর জিও অ্যাপের অ্যাক্সেস দুদিনের জন্য পাওয়া যাবে।
এই দুটি প্যাক তখনই কাজ করবে যখন ইউজাররা জিওফোনে জিও সিমের ব্যবহার করবে। আর এই দুটি প্ল্যানই শুধু জিওফোনের জন্য আনা হয়েছে।