নিজেদের গ্রাহকদের জন্য অভিনব পরিষেবা নিয়ে এল এয়ারটেল

HIGHLIGHTS

এই পরিষেবায় গ্রাহকরা আনলিমিটেড অ্যামাজন প্রাইম ভিডিও পেতে পারেন

নিজেদের গ্রাহকদের জন্য অভিনব পরিষেবা নিয়ে এল এয়ারটেল

দেশের সব থেকে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল এবার তাদের গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এল। এবার এয়ারাটেলের গ্রহাকরা এই অফারে বশ কিছু ভাল সুযোগ পাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসলে এবার এয়ারটেল তাদের পোস্টপেড ইউজার্সদের জন্য একটি নতুন অফার এনেছে। এয়ারটেল আর অ্যামাজন ইন্ডিয়া এক সঙ্গে এই অফারটি নিয়ে এসেছে।

এয়ারটেলের যে সমস্ত গ্রাহক নতুন পোস্টপেড পরিষেবা নিয়েছেন বা যারা আগে থেকেই পোস্টপেড প্রিশেবায় আছেন তাদের জন্য এই অফারটি এনেছে এয়ারটেল। এবার যারা 499 টাকা বা তার থেকে বেশি দামের ইনফিনিটি প্ল্যান নিয়েছেন তারা এয়ারটেলের অভিনব পরিষেবা পেতে পারে।

তবে কি এই অভিনব পরিষেবা? তবে আসুন এই পরিষেবাটির বিষয়ে একটু ডিটেলসে দেখা যাক। অ্যামাজন প্রাইম মেম্বারশিপ করতে ৯৯৯ টাকা খরচ করতে হয়। কিন্তু অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কারণে এয়ারটেলের পোস্টপেইড গ্রাহকরা মাত্র ৪৯৯ বা তার থেকে অধিক মূল্যের ইনফিনিটি অফারে ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাবেন। এর থেকে একপয়সা বেশি খরচ করা যাবে না।

অ্যামাজন প্রাইমেম্বার হওয়ার কি সুবিধা পাবে একজন এয়ারটেল গ্রাহক?

এই পরিষেবায় গ্রাহকরা আনলিমিটেড অ্যামাজন প্রাইম ভিডিও পেতে পারেন।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo