HIGHLIGHTS
এই প্ল্যানের ভ্যালিডিটি 10 দিনের, তবে এই অফারটিতে কোন SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে না
আইডিয়া সেলুলার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের দাম 93 টাকা। এই প্ল্যানটি সেইসব ইউজার্সদের জন্য আনা হয়েছে যারা বেশি ফোন কল করেন, কিন্তু তাদের ডাটার দরকার তুলনামূলক ভাবে কম।
Surveyআইডিয়া সেলুলারের ওয়েবসাইটে থাকা খবর অনুসারে, 93 টাকার প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধা পাচ্ছে আর 1GB 3G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 10 দিনের জন্য বৈধ। তবে এই অফারে কোন SMS এর সুবিধা পাওয়া যাচ্ছেনা।
এই প্ল্যানে রোজ মাত্র 250 মিনিটের কল ফ্রি পাওয়া যাচ্ছে, যা এক সপ্তাহের জন্য 1000 মিনিটের হবে। আর এছাড়া এর পরের কলের জন্য প্রতি সেকেন্ডে 1 পয়সা দিতে হবে।