HIGHLIGHTS
ভোডাফোনের এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ
ভারতীয় টেলিম দুনিয়ার অন্যান্য টেলিঅপারেটারদের প্রতিযোগিতায় ফেলতে এবার ভোডাফোন একটি নতুন অফার নিয়ে এসেছে।
Surveyভোডাফোনের 198 টাকা দামের প্ল্যানে ইউজার্সরা 28 দিনের বৈধতা পাবে। আর এই প্ল্যানটিতে রোজ 1GB 4G /3G ডাটা পাওয়া যাবে। আর এর সঙ্গে আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধাও পাওয়া যাবে।
এই প্ল্যানটিতে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাওয়া যাবে। এটি একটি বোনাস কার্ড প্ল্যান।
তবে সম্প্রতি জিও এরকমই একটি প্ল্যান নিয়ে এসেছে। কিন্তু কিছু দিন আগে জিও তাদের 199 টাকার প্ল্যানটির দাম কমিয়ে 149 টাকা করে দিয়েছে। এই প্ল্যানটিতে প্রতিদিন 1GB 4G ডাটার সঙ্গে আনলিমিটেড কল আর আনলিমিটেড SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে।