LG, LG V30’র জন্য অ্যান্ড্রয়েড 8.0 Oreo’র আপডেট শুরু করেছে

HIGHLIGHTS

আপাতত কোরিয়ার ইউজার্সরা নিজেদের ডিভাইসে এই আপডেট পাবে

LG, LG V30’র জন্য অ্যান্ড্রয়েড 8.0 Oreo’র আপডেট শুরু করেছে

এবার LG অফিসিয়ালি LG V30  আর V30+ এর জন্য অ্যান্ড্রয়েড 8.0 Oreo’র আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। আপাতত কোরিয়ার ইউজার্সরা তাদের ডিভাইসে এই আপডেট পাচ্ছে। কোরিয়ার কোম্পানি LG আপডেটের বিষয়ে একটি ঘোষনা করেছে, যে কোরিয়াতে তাদের ডিভাইসের Oreo আপডেট পাওয়া প্রথম ম্যানুফ্যাকচার হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

গত মাসে LG একটি OS প্রিভিউ শুরু করেছিল আর 500’র বেশি ডিভাইসে সফলতার সঙ্গে Oreo সফটোওয়্যার পরীক্ষা করেছিল। নতুন সফটোয়্যার আপডেট OTA আর ডাউনলোড দেওয়ার হিসাবে পাওয়া যাচ্ছে।

আপনি যদি ম্যানুয়ালি এটি ইন্সটল করতে চান তবে আপনাকে আপনার PCতে এলজি ব্রিজ সফটোওয়্যার রাখতে হবে। Oreo আপডেট থেকে LG V30 আর V30+ দুটি ফোনেই বেস কিছু নতুন ফিচার্স আর সুবিধা পাওয়া যাবে।

পিকচার-ইন-পিকচার, নোটিফিকেশান ডটস, স্মার্ট টেক্সট সিলেকশান এর মতন নতুন ফিচার্সের আপডেট পাওয়া যাবে। ব্যাটারি লাইফ আর ওভারল সিস্টেম পারফর্মেন্সেও সুবিধা দেখা যাবে। বর্তমানে এই আপডেটটি কোরিয়ার ইউজার্সরা পাবে, তবে খুব তাড়াতাড়ি ইউরোপ আর অন্যান্য দেশেও এই আপডেট আসবে বলে মনে করা হচ্ছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo