HIGHLIGHTS
আপাতত এই ফোনটি চিনে পাওয়া যাচ্ছে, চিনে Oppo A83, CNY 1,399 (প্রায় 13,700 টাকা) এই দামে আনা হয়েছে
Oppo A83 ফোনটি লঞ্চ হয়ে গেছে। এটি নতুন ফেসিয়াল রেকগজেশান টেকনলজি যুক্ত। এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও আছে। এই ফোনটি শ্যাম্পেন গোল্ড আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই ফোনটির প্রথম সেল 29 ডিসেম্বর হবে। আপাতত এই বিষয়ে আর কোন খবর পাওয়া যায়নি যে এই ফোনটি এর পরে আবার কবে কিনতে পাওয়া যাবে।
SurveyOppo A83 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে ডুয়াল সিম স্লট আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের কালার আইওএস 3.2তে কাজ করে। এই ফোনটিতে 2.5GHz অক্টা কোর প্রসেসারের সঙ্গে 4GB র্যাম দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 5.7-ইঞ্চির HD+ LCD। আর এই ডিসপ্লের রেজিলিউশান 720×1440 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9।
এছাড়া Oppo A83 ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত, আর সেখানে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ফোনের স্টোরেজ 16GB আর তা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে।
আপাতত এই ফোনটি চিনে পাওয়া যাচ্ছে, চিনে Oppo A83, CNY 1,399 (প্রায় 13,700 টাকা) এই দামে আনা হয়েছে।