ভারতে এই ফোন গুলি 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যায়

HIGHLIGHTS

আপনিও যদি বেশি স্টোরেজের স্মার্টফোন কিনতে চান তবে আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের খবর দিচ্ছি যেগুলির ইন্টারনাল স্টোরেজ 128GB

ভারতে এই ফোন গুলি 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যায়

এই সময় স্মার্টফোনই মানুষের সব থেকে কাছের জিনিস হয়ে উঠেছে। ফোনের সঙ্গে সঙ্গে এই স্মার্টফোন গুলি হয়ে উঠেছে নিত্যদিনের কাজের একটি বড় অংশ। স্মার্টফোনেই এখন থাকে অম্ল-মধুর স্মৃতির ছবি, থাকে কাজের জন্য ব্যাঙ্কডিটেল থেকে শুরু করে আরও অনেক কিছু। আর তাই এই সব একটা স্মার্টফোনে রাখার জন্য অবশ্যই দরকার হয় এমন এক স্মার্টফোনের যার স্টোরেজ ক্ষমতা অনেক বেশি। আর তাই আমরা এখানে এখন আপনাদের কাছে এমন কিছু স্মার্টফোন নিয় এলাম যার ইন্টারনাল স্টোরেজ 128GB।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 5T

ইউজাররা এই ফোনটিতে  8GB র‍্যামের সঙ্গে 128GB’র স্টোরেজ পাবে। আর এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 16MP’র আর এর ফ্রন্ট ক্যামেরাটিও 16MP। এই ফোনের ব্যাটারি 3000mAh এর। 

Honor 8 Pro

ইউজাররা এই ফোনটিতে 128GB’র স্টোরেজ পাবে আর এর সঙ্গে এই ফোনের র‍্যাম 6GB। এই ফোনটির ব্যাটারি 4000mAh এর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর সেই ক্যামেরা 12MP’র আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি  8MP’র। 

LG V30 Plus

এই ফোনটিতে 128GB স্টোরেজের সঙ্গে 4GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3300mAh এর। এই ফোনে 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 5MP’র। 

OnePlus 5

এই স্মার্টফোনটি 128GB স্টোরেজ যুক্ত আর এই ফোনের র‍্যাম 8GB। এই ফোনটির ডুয়াল রেয়ার ক্যামেরা 16MP’র আর এর ফ্রন্ট ক্যামেরাটিও 16MP’র। এই ফোনের ব্যাটারি 3300mAh এর।

 

Infinix Zero 5 Pro

এই ফোনটিতে 128GB’র স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের র‍্যাম 6GB। আর এই ফোনটির ব্যাটারি 4350mAhএর। এই ফোনটি 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo