আজকে ফ্লিপকার্ট এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট দিচ্ছে

HIGHLIGHTS

আপনি যদি ডিস্কাউন্টে জিনিস কিনতে ভালবাসেন তবে এই সেরা স্মার্টফোনের তালিকাটি আপনার নিশ্চই পছন্দ হবে

আজকে ফ্লিপকার্ট এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট দিচ্ছে

ফ্লিপকার্ট প্রায়ই কোন না কোন স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দেয়। আজও তেমনি তারা বেস কিছু ভাল স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। আপনি যদি ডিস্কাউন্টে জিনিস কিনতে ভালবাসেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আপনি আজকেই এই স্মার্টফোন গুলি সহজেই ফ্লিপকার্ট থেকে নিজের করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 6X (Gold, 64 GB) , এই ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে 11,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এর ওপর 14 % এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ 64 GB আর এর র‍্যাম 4 GB। এখান থেকে কিনুন।

Samsung J7 Max (Gold, 32 GB), এই স্যামসং ফোনটির র‍্যাম 4 GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই স্মার্টফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে 16,900 টাকায় কিনতে পারবেন। এর ওপর 11% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Honor 9i (Graphite Black, 64 GB), এই ফোনটির গ্রাফাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি আজকে ফ্লিপকার্ট থেকে 17,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 64 GB আর এর র‍্যাম 4 GB। এখান থেকে কিনুন।

Honor 8 Pro (Navy Blue, 128 GB) , এই ফোনটি আজকে নেভি ব্লু কালারে ফ্লিপকার্ট থেকে 25,999 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনটির ওপর 13% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এর র‍্যাম 6 GB  আর এর ইন্টারনাল স্টোরেজ 128 GB। এখান থেকে কিনুন।

OPPO F3 Plus (Black, 64 GB), এই ওপ্পোর ফোনটি আজকের ফ্লিপকার্ট ডিলে ২২,990 টাকায় ব্ল্যাক কালারে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 64 GB আর এর র‍্যাম 6 GB । এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে জিনিসের দামে কিছু পরিবর্তন দেখতে পারনে। সাইটে দামের পরিবর্তন সাইটের ব্যক্তিরাই করে থাকেন।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo