বিশ্বের সব থেকে ছোট DRAM চিপ বানলো স্যামসং

HIGHLIGHTS

স্যামসং তাদের সেকেন্ড জেনারেশানের 10-ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে বিশ্বের সবথেকে ছোট চিপ 8GB DDR4 রোম বানালো

বিশ্বের সব থেকে ছোট DRAM চিপ বানলো স্যামসং

স্যামসং তাদের সেকেন্ড জেনারেশানের 10-ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে বিশ্বের সবথেকে ছোট চিপ 8GB DDR4 রোম বানালো। প্রেস বিগজিম অনুসারে স্যামস্নগের দাবি এই যে এই চিপটি 15 শতাংশ বেশি শক্তি দেবে আর নিজেদের আগের কাজের তুলনায় 10 বেশি দ্রুত হবে, যা 20 মাস আগেই লঞ্চ হয়েছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

চিপে 30% অব্দি ভাল প্রোডাক্টিভিটি আছে, মানে এটি নিকট ভবিষ্যতে এর ফলে কম্পিউটার রোম আরও সস্তা ও সহজ হয়ে যাবে। এই চিপটি স্যামসং এর চিপ ডিভিসানের ‘স্যাম সং ইলেকট্রনিক্স’ দ্বারা বানানো হয়েছিল। এর আগেও কোয়াল্কমের জন্য  10-ন্যানো মিটারের প্রসেসার বানিয়েছে।

কোম্পানি বর্তমানে 10-ন্যানোমিটার প্রক্রিয়ার ব্যবহার করে উৎপাদন ক্রছের কিন্তু খুব তাড়াতাড়িই এটি 8-ন্যানোমিটার প্রক্রিয়ায় যাবে বলে মনে হয়। আর এর পরে লিথোগ্রাফির ব্যবহার করে 7-ন্যানোমিটার বানাবার চেষ্টা করছে।

স্যামসং এর কাছ থেকে আশা করা হচ্ছে যে তারা তাদের দ্বিতীয় জেনারেশানের 10 ন্যানোমিটারের প্রক্রিয়ার ওপর বেশি কম্পোনেন্ট বানিয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo