Samsung Galaxy S9 আর S9+ এর ফ্রেশ লিক থেকে জানা গেছে এগুলি ডুয়াল ক্যামেরা আর 25 শতাংশ অব্দি বেশি দ্রুত পারফর্মেন্স করবে

HIGHLIGHTS

Galaxy S9 আর Galaxy S9+ ফোন দুটির কেস রেন্ডার থেকে এই দুটি ডিভাইসের ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপের ব্যাপারে জানা গেছে

Samsung Galaxy S9 আর S9+ এর ফ্রেশ লিক থেকে জানা গেছে এগুলি ডুয়াল ক্যামেরা আর 25 শতাংশ অব্দি বেশি দ্রুত পারফর্মেন্স করবে

স্যামসং এর মিউজিক অ্যাপ সাউন্ডক্যাপ স্যামসং এর এই ফোনের স্ক্রিনশটসের ব্যবহার করছে আর যা এখনও অব্দি নিয়ে আসা হয়নি আর এই ফোনটি Galaxy S9 এর লিক আর ডিজাইন রেন্ডারের মতন দেখতে মনে হচ্ছে।
 
Galaxy S9+ এর SM-G965U1 মডেল নম্বরের সঙ্গে গ্রিকবেঞ্চেও দেখা গেছে। এটি সিঙ্গেল কোর টেস্টে 2422 স্কোর আর মাল্টি-কোর টেস্টে 8351 স্কোর করেছে। এই হিসাবে Galaxy S9+ আগের Galaxy S8+ থেকে 25 শতাংশ বেশি ভাল হবে। গ্রিকবেঞ্চ লিস্ট থেকে এও জানা গেছে যে এই ডিভাইসটিতে অক্টা-কোড় কোয়াল্কম চিপসেট থাকবে যা স্ন্যাপড্র্যাগন 845 আর 6GB র‍্যাম যুক্ত হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করবে।      
 
কেস তৈরি কারী সংসথা Olixar এর লিক থেকেও এই ফোনটির বিষয়ে জানা গেছে, যেখানে Olixar, Mobilefun এ Galaxy S9 আর Galaxy S9+ এর জন্য 12টি কেস লিস্টেড করেছে। কেস রেন্ডার থেকে জানা গেছে যে Galaxy S9+ এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, আর সেখানে Galaxy S9 এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবেমা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo