Honor 7X ফোনটি আজকে আপনার হতে পারে 12,999 টকায়

HIGHLIGHTS

আজকে এই ফোনটি অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে

Honor 7X ফোনটি আজকে আপনার হতে পারে 12,999 টকায়

ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া ফোন Honor 7X এর দাম 12,999 টাকা। আজ দুপুর 12টা থেকে এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি নো কস্ট EMIতেও কেনা যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর পাতলা ধার আর ডুয়াল ক্যামেরা সেটআপ। এই স্মার্টফোনটি গোল্ড, ব্ল্যাক আর ব্লু রঙে কিনতে পাওয়া যাচ্ছে।

Honor 7X ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 32GB আর 64GB স্টোরেজ অপশানে কিনতে পাওয়া যায়। এই ফোনইটির 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 12,999 টাকা আর সেখানে এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 15,999 টাকা।

এই স্মার্টফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসে কিরিন 659 চিপসেট, 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে।

Honor 7X ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্টে একটি 8MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটটিতে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আছে আর এই ফোনে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ডিভাইসে 3340 mAh এর ব্যাটারি আছে আর চার্জিং এর জন্য এই ফোনটি মাইক্রো USB পোর্ট সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo