ফ্লিপকার্টে এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এই লিস্টে থাকা স্মার্টফোন গুলির মধ্যে কিছু ফোন ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আর কিছু ফোন ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত

ফ্লিপকার্টে এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

আজকে ফ্লিপকার্টে স্মার্টফোনের ওপর অফার পাওয়া যাচ্ছে আর আমরা আজকে এখানে আপনাদের সেই বিষয়ে জানবো। আপনাদের যদি এর মধ্যে থেকে কোন স্মার্টফোন পছন্দ হয় তবে আপনারা এই লিস্টে থাকা স্মার্টফোন গুলি দেখতে পারেন। এই লিস্টে থাকা স্মার্টফোন গুলির মধ্যে কিছু ফোন ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আর কিছু ফোন ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 9i এর দামের ওপর ফ্লিপকার্টে 10% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর দাম 19,999 টাকা থেকে কমে 17,999 টাকা করা হয়েছে। এই ডিভাইসটিতে 16MP + 2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এর ফ্রন্টে 13MP + 2MP’র ডুয়াল ক্যামেরা আছে। এখান থেকে কিনুন। 

Infinix Zero 5 Pro স্মার্টফোনটি 19,999 টাকায় কেনা যাচ্ছে। এই স্মার্টফোনটিতে 12MP + 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্টে 16MP’র ক্যামেরা আছে এতে 4350 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

OPPO F3 স্মার্টফোনটির দাম এমনিতে 19,990 টাকা তবে ফ্লিপকার্টে 5% এর ডিস্কাউন্টে পরে আপনি এই ফোনটি 18,990 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Samsung J7 Max ফোনটির দামের ওপর ফ্লিপকার্টে 11% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর দাম এর পরে 19,150 টাকা থেকে কমে 16,990 টাকায় কিনতে পারবেন । এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা আছে। এর ব্যাটারি 3300 mAh এর। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J7 Pro ফোনটির ওপর ফ্লিপকার্টে 10% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর দাম এর পরে 22,300 টাকা থেকে কমে 19,000 টাকা করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা আছে। এই স্মার্টফোনের ব্যাটারি 3600 mAh এর। এখান থেকে কিনুন।

 

নোটঃ সাইটে ডিভাইস গুলির দামে আপনারা কিছু পরিবর্তন দেখতে পারেন, কারন এই দাম ওই সাইটের ব্যক্তিরাই বদলাতে পারেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo