HIGHLIGHTS
এই ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট কাটআউট আর সাওমির লোগো না থাকলে এটি Mi Mix 3 আর iPhone X এর সঙ্গে গুলিয়ে যাবে
সাওমির লাইনআপ Mi Mix বেজেল-লেস ট্রেন্ড শুরু করেছিল আর এবার এই দিকে সাওমির এক নতুন সদস্য হতে চলেছে, যা Mi Mix 3 নামে পরিচিত হতে পারে। রেয়ার প্যানেলের লিক ছবি থেকে এটা বোঝা গেছে যে এই ফোনটির ব্যাকে ডুয়াল ভার্টিকাল থাকবে।
Surveyআর যদি ডিভাইসের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট কাটআউট আর সাওমির লোগো না থাকলে তা Mi Mix 3 আর iPhone X এর সঙ্গে গুলিয়ে যেতে পারে।
এই ছবি থেকে এটা অনুমান করা হচ্ছে যে কোম্পানি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস Mi Mix এ কাজ করছে। কোম্পানি ভার্টিকাল ক্যামেরা সেটআপকে আলাদা ডিজাইন দবে বলে ঘোষনা করেছে একটি ফোন (Mi 5s Plus) এ গ্লাসে এক পিসে দুটি লেন্স আর অন্যটি ডিভাইসটিতে (Mi 6) এ দুটি আলাদা আলাদা হোল যুক্ত দুটি লেন্স দেওয়া হয়েছে।
সাওমির ফাউন্ডার Lei Jung এর ঘোষনা অনুসারে Mi Mix 3 তে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC থাকবে।
সোর্সঃ