HIGHLIGHTS
Huawei Enjoy 7S ফোনটি কিরিন 659 চিপসেট আর 2.36 GHz ক্লকড অক্টা-কোর CPU যুক্ত হবে
আমরা এর আগে আপনাদের Huawei FIG-AL00এর চারটি ছবি দেখিয়েছিলাম, কিন্তু এবার এই ফোনটির বিষয়ে অল্প কিছু খবর জানা গেছে। এবার আমাদের কাছে এই ডিভাইসের নাম, লাইভ ইমেজ আর স্পেসিফিকেশান আছে
SurveyTENAA অনুসারে এই ডিভাইসটির নাম Huawei Enjoy 7S হবে। এই ডিভাইসটিতে কিরিন 659 চিপসেট থাকবে আর এটি 2.36 GHz ক্লকড অক্টা-কোর CPU যুক্ত হবে। এই স্মার্টফোনটিতে 5.65” ফুল ভিউ ডিসপ্লে থাকবে যা ফুল HD+ রেজিলিউশান যুক্ত হবে। লিস্ট থেকে জানা গেছে যে এই ফোনটিতে 4 GB র্যাম আর 64 GB স্টোরেজ থাকবে।
এই ডিভাইসটিতে 13 MP + 2 MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে যা f/2.2 অ্যাপার্চারে যুক্ত হবে আর এর অন্য সেন্সারটি পোট্রেট ছবি তুলতে পারবে। এই ক্যামেরাটি 1080p ভিডিওতে শুট করতে পারবে। এর ফ্রন্টে 8 MP’র সেলফি ক্যামেরা থাকবে।
Huawei Enjoy 7S স্মার্টফোনটি EMUI 8.0 এর সঙ্গে অ্যান্ড্রয়েড ওরিওতে কাজ করবে আর এর ব্যাটারি 2,900 mAh এর।
এই ডিভাইসটি গোল্ড, ব্লু আর ব্ল্যাক কালার অপশানে পাওয়া যাবে।