HIGHLIGHTS
এই ফোনটিতে মিডিয়াটেক MTK6737 চিপসেটের সঙ্গে 3GB র্যাম আর 32GB স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে আরও 32GB অব্দি বাড়ানো যায়
জাতীয় দূরসঞ্চার কোম্পানি অপ্টিমাসের ব্র্যান্ড Kult এই সপ্তাহের শুরুতে সস্তার স্মার্টফোন 'Ambition' নিয়ে হাজির হয়েছে এই ফোনটির দাম ৫,৯৯৯ টাকা। এই ডিভাইসটিতে 5 ইঞ্চির অন-সেল HD IPS ডিসপ্লে আছে। এটি অ্যামাজন ডট ইনে ১১ ডিসেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।
SurveyKult এর নির্দেশক (নতুন উদ্যোগ বিকাস) নিতেশ গুপ্তা বলেছেন যে , “Kult Ambition যুবকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কাজ করে, যারা ২৪ ঘন্টাই ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে। তারা তাদের সমস্ত মনোরঞ্জন আর সুচনা সম্বন্ধিত দরকার এই ফোন থেকে সম্পূর্ণ করতে পারবে”।
এই ফোনটিতে মিডিয়াটেক MTK6737 চিপসেটের সঙ্গে 3GB র্যাম আর 3GB র্যাম আর 32GB স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে আরও 32GB অব্দি বাড়ানো যায়।
এই ফোনটির ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সালের (অটো ফোকাস) যুক্ত আর এর সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সালের। দুটি ক্যামেরাই ফ্ল্যাস যুক্ত।
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেম যুক্ত।