স্যামসং এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্টটি এই দিন আপনার হতে পারে

HIGHLIGHTS

সবার আগে এই ফোনটি দক্ষিণ কোরিয়াতে বিক্রি হবে আর এর নতুন কালার ভেরিয়েন্ট এবার ২৮ নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে

স্যামসং এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্টটি এই দিন আপনার হতে পারে

এই মাসের প্রথম দিকে স্যামসং Galaxy S8 এর বার্গান্ডি কালার ভেরিয়েন্ট নিয়ে এসেছিল। আর তখন এই ফোনটির লঞ্চ ডেট কোম্পানি জানায়নি। আর এবার এই মডেলটি আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সবার আগে এই ফোনটি দক্ষিণ কোরিয়াতে বিক্রি হবে আর এর নতুন কালার ভেরিয়েন্ট এবার ২৮ নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।

অন্যান্য বাজারে এই ফোনটি কবে থেকে কিনতে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু এই মডেলটি অন্যান্যা বাজার পর্যন্ত আসতে বেশি সময় লাগবেনা।

Samsung Galaxy 8 ফোনটিতে 5.8 ইঞ্চির ডিসপ্লে আছে। Galaxy 8 এ স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। Galaxy S8 ফোনটিতে AI অ্যাসিস্টেন্ট 'Bixby' আছে। এই ফিচারটি ভয়েস কমান্ডে কাজ করে, আর ইউজার্সদের প্রশ্নের উত্তর দেয়। এই ডিভাইসে 4GB র‍্যামা আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH। এছাড়া এই ফোনটি ওয়ারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo