ভারতীয় ইউজার্সদের জন্য নতুন এক উপহার নিয়ে এল সাওমি

HIGHLIGHTS

Mi আর রেডমি ফোনের দাম কমবে

ভারতীয় ইউজার্সদের জন্য নতুন এক উপহার নিয়ে এল সাওমি

সাওমি তাদের Mi স্টোর্স ক্যাসিফাই (Cashify) এর সঙ্গে পার্টনার্শিপ ট্রেড-ইন প্রোগ্রাম চালাচ্ছে, যা বাজারে থাকা Mi আর রেডমি ফোনের দাম কমবে বলে মনে হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনার পুরনো ডিভাইস নিয়ে Mi হোম স্টোরে যান, যেখানে টিম আপনার ফোনের কন্ডিশান দেখে এর রিসেল ভ্যালুর বিষয়ে বলবে, আর আপনি সেই ফোনটি সেই ফোনটি বদলে নতুন হ্যান্ডসেটটি কিনতে পারেন, আপনি Cashify site এ জানতে পারবেন যা দিয়ে আপনি এই ফোনটির রিসেল ভ্যালু জানতে পারবেন।

এছাড়া আপনি নতুন ফোনের অর্ডার করতে পারবেন, যা আপনার বাড়িতে ডেলিভারি করা হবে। আর এক্ষেত্রে আপনাকে পুরো টাকা দিতে হবে। যখন ক্যাশিফাইএর কর্মীরা নতুন ডিভাইস ডেলিভারি করার জন্য আপনার পুরনো সেটটিই নিয়ে নেবেন আর কিছু টাকাও ফেরত দেবে।

আরও বেশি খবরের জন্য সাওমি ফোরামে যান আর সেখানে যাওয়ার জন্য সোর্সে ক্লিক করুন, স্যামসং আর ওয়ানপ্লাস এই বছরের শুরুতে ভারতে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo