Xiaomi Mi 6 এর নতুন 4GB র‍্যাম ভেরিয়েন্টটি লঞ্চ হল

HIGHLIGHTS

Xiaomi Mi 6 এর এই ভেরিয়েন্টটি আগে চিনের বাজারে পাওয়া যাবে আর 11 নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে

Xiaomi Mi 6 এর নতুন 4GB র‍্যাম ভেরিয়েন্টটি লঞ্চ হল

এই বছর এপ্রিলে লঞ্চ হওয়া Xiaomi Mi 6 ফোনটি শুধু 6GB র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যেত। এবার কোম্পানি অফিসিয়ালি তাদের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির  4GB র‍্যাম ভেরিয়েন্টটি লঞ্চ করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ভেরিয়েন্টটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এর দাম CNY 2,299 প্রায় $350 হবে। আর Xiaomi Mi 6 এর এই ভেরিয়েন্টটি সবার আগে চিনের বাজারে পাওয়া যাবে আর এটি 11 নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।

Xiaomi Mi 6 ফোনটিতে ফুল HD (1080p) ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64 বিট অক্টা-কোর প্রসেসার, অ্যাড্রিনো 540 GPU, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্মার্টফোনটি MIUI 8 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে। এই ডিভাইসটিতে একটি ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার আছে।

ক্যামেরার কথা বললে দেখা যাবে যে এই Mi 6 ফোনটিতে 12 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এছাড়া এই ফোনটির সেলফি আর ভিডিও কলের জন্য ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo