কোয়াল্কম কর্মীর টুইটারে বিশ্বের প্রথম 5G স্মার্টফোন দেখা গেছে

HIGHLIGHTS

এই ডিভাইসটি কোয়াল্কমের প্রথম mmWave 5G স্মার্টফোন রেফারেন্স ডিজাইন, এই ডিভাইসটি ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে দেখা গেছে আর এর ব্যাক সাইডে স্ন্যাপড্র্যাগনের লোগো দেখা গেছে

কোয়াল্কম কর্মীর টুইটারে বিশ্বের প্রথম 5G স্মার্টফোন দেখা গেছে

কোয়াল্কম  5G প্রযুক্তির বিস্তার করার জন্য সক্রিয় ভাবে কাজ করছে। 5G জেনারেশানের জন্য স্ট্যান্ড করে আর এটি মোবাইল কমুনিকেশানের পরবর্তী স্ট্যান্ডার্ড যা টেকনলজির পরিভাষা বদলে দবে বলে দাবি করা হচ্ছে। এতে দেখা যাবে যে কি ভাবে টেকনলজির সঙ্গে ইন্টার‍্যাক্ট করা সম্ভব আর কি ভাবে টেকনলজি আমাদের সঙ্গে ইন্টার‍্যাক্ট করে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার এক জন টুইটার ইউজার Sherif Hanna বিশ্বের প্রথম 5G স্মার্টফোনের ছবি টুইটারে দিয়েছে। Hanna কোয়াল্কমের LTE আর 5G NR মোডেম মার্কেটিং এর লিড। তিনি টুইট করে বলেন যে, “বিশ্বাস করা মুস্কিল যে আমার হাতে বিশ্বের প্রথম 5G স্মার্টফোন আছে”।

Hard to believe that I have the world's first 5G smartphone in my hand!

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo