মোটো X4 এর ভারতে দাম হবে 23,999 টাকা, একটি লিক থেকে এই খবর জানা গেছে

HIGHLIGHTS

মোটো X4ভারতে 13 নভেম্বর লঞ্চ হবে

মোটো X4 এর ভারতে দাম হবে 23,999 টাকা, একটি লিক থেকে এই খবর জানা গেছে

মোটোরোলা মোটো X4 এই বছর আগস্টে IFA কনগ্রেসে লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটি সবার আগে ইউরোপিয়ান মার্কেটে এসেছিল। প্রথমে মনে হয়েছিল যে ভারতে এই ডিভাইসটি অক্টোবরে আসবে, কিন্তু পরে তা নভেম্বরে আসবে বলে জানা যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে কোম্পানি এই ফোনটি ভারতে কেন দেরিতে লঞ্চ হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি, কিন্তু কিছু রিপোর্ট অনুসারে দেরি হওয়ার কারন ম্যানুফ্যাকচারিং ইস্যু। ভারতে এই ফোনটির দাম কত হবে এখনও অব্দি সেই বিষয়ে কোন অফিসিয়ালি কিছু জানা যায়নি। কিন্তু এবার একটি লিক ইমেজ থেকে এর দামের বিষয়ে জানা গেছে।

এই স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট যুক্ত হবে। লিক ইমেজ থেকে এও জানা গেছে যে এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করবে। লিক ইমেজে এর দাম 23,999 টাকা ($370) দেখানো হয়েছে। ইউরোপে এই ফোনটির দাম €399 (প্রায় 30600 টাকা) আর আমেরিকাতে এর দাম $400 (প্রায় 26000 টাকা)।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo