Google Pixel 2, Pixel 2 XL ভারতে 1 নভেম্বর থেকে বিক্রির জন্য পাওয়া যাবে, এর দাম শুরু হচ্ছে 61,000 টাকা থেকে

HIGHLIGHTS

Pixel 2 স্মার্টফোনটির বিক্রি 1 নভেম্বর থেকে শুরু হবে, যেখানে Pixel 2 XL এর বিক্রি শুরু হবে 15 নভেম্বর থেকে, এর প্রি অর্ডার 26 অক্টব্র থেকে শুরু হবে

Google Pixel 2, Pixel 2 XL ভারতে 1 নভেম্বর থেকে বিক্রির জন্য পাওয়া যাবে, এর দাম শুরু হচ্ছে 61,000 টাকা থেকে

Google Pixel 2 আর Pixel 2 XL এর প্রি অর্ডার 26 অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। Pixel 2 কে 1 নভেম্বর থেকে ভারতে 1000’র বেশি রেইটেল স্টোরের সঙ্গে ফ্লিপকার্টেও বিক্রি করা হবে। আর সেখানে Pixel 2 XL এর বিক্রি 15 নভেম্বর থেকে শুরু হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Pixel 2 এর 64GB ভেরিয়েন্টের দাম 61,000 টাকা হবে, আর সেখানে 128GB ভেরিয়েন্টের দাম 70,000 টাকা হবে। আর Pixel 2 XL এর 64GB ভেরিয়েন্টের দাম 73,000 হতে পারে, আর সেখানে এই ডিভাইসটির 128GB ভেরিয়েন্টের দাম 82,000 টাকা হবে।

Pixel 2 আর Pixel 2 XL দুটিই স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেকে কাজ করে। আর এর সঙ্গে দুটি ফোনেই ডুয়াল পিক্সাল সেন্সারের সঙ্গে 12.2MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Google এবার pOLED ডিসপ্লের বিকল্প নিয়ে এসেছে।

Google ভারতে তাদের ডেড্রিম হেডসেটের আপডেটেড ভার্শানের কথা ঘোষান করেছে। কোম্পানি বলেছে যে VR হেডসেটের নতুন ভার্শান ওয়াইড ভিউ ফিল্ড আর ইমেজ ক্লিয়ারিটির সঙ্গে হাই পারফর্মিং লেন্স যুক্ত। Pixel 2  স্মার্টফোনটির মতন ডেড্রিম ভিউও ফ্লিপকার্টে 1 নভেম্বর থেকে বিক্রি করা হবে। এই হেডসেটের দাম 7,999 টাকা হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo