স্যামসংএর ফোল্ডেড স্মার্টফোনে ইভার্ড ফোল্ডিঙ্গের সুবিধা থাকতে পারেঃ রিপোর্ট

HIGHLIGHTS

গ্যালাক্সি নোট ব্র্যান্ডের সঙ্গে স্যামসং এর ফোল্ডেড স্মার্টফোন আগামী বছরে আসতে পারে বলে মনে করা হচ্ছে

স্যামসংএর ফোল্ডেড স্মার্টফোনে ইভার্ড  ফোল্ডিঙ্গের সুবিধা থাকতে পারেঃ রিপোর্ট

স্যামসং এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোনটিকে ইনভার্ড ফোল্ড করা যাবে বলে আশা করা হচ্ছে এটি আউটবার্ড ভাবে ফোল্ড হবে বলে আগে মনে করা হচ্ছিল। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন তৈরির কোম্পানি কিছু সময় আগে থেকেই ফোল্ডেবেল স্মার্টফোনের ওপর কাজ করছিল। মোবাইল চিফ ডেজ সম্প্রতি সুনিশ্চিত করেছে যে স্মার্টফোনটি গ্যালাক্সি নোট ব্র্যান্ডের অন্তর্গত হবে আর আগামী বছরে লঞ্চ করা হবে।  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রথম দিকের রিপোর্ট অনুসারে এতে আইটবার্ড ফোল্ডিং মেকানিজাম থাকবে। কিন্তু মোবাইল রিপোর্ট অনুসারে গ্যালাক্সি X ফোনে ইনভার্ড ফোল্ডিং মেকানিজাম আর 3R কভারেজ ফিচার থাকবে। এছাড়া রিপোর্টে বলা হয়েছে যে স্যামসং প্রায় পাঁচ বছর ধরে ফোল্ডিং স্মার্টফোন কনসেপ্টের ওপর কাজ করছে আর এর প্রথম দিকের ডিজাইনে ইনভার্ড ফোল্ডিং মেকানিজাম থাকবে।

স্যামসং এর মোবাইল প্রধকান ডিজে কোহ পুস্টি করেছেন যে কোম্পানি আগামী বছরে একটি ফোল্ডেবেল (পোর্টেবেল) স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে আর বর্তমানে স্মার্টফোনের সঙ্গে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেছেন যে সেই সমস্যা ঠিক করা যদি সম্ভব না হয় তবে এই ফোনটি লঞ্চ করা হবেনা। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo