Xiaomi Mi 5X, 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

Xiaomi Mi 5X এর নতুন ভেরিয়েন্টটির দাম 12,465 টাকা

Xiaomi Mi 5X, 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ হল

গতমাসে সাওমি চিনে তাদের Xiaomi Mi 5X ফোনটির 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি লঞ্চ করেছিল। এবার সাওমি 4GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এর একবার এই ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটিও সাওমি চিনে লঞ্চ করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত Xiaomi Mi 5X ফোনটির দাম 1499 Yuan মানে প্রায় 14,285 টাকা। আর এই ফোনটির নতুন 4GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম 1,299 Yuan মানে প্রায় 12,465 টাকা।

Xiaomi Mi 5X এর নতুন ভেরিয়েন্টটি 5.5 ইঞ্চির মেটালিক ফোন আই ফোনটিতে কর্নিং গ্লাস আছে। এই ফোনটিতে HD কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ফোনে 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এই ফোনটির র‍্যাম 4GB আর এর সঙ্গে এতে অ্যাড্রিনো 506 GPU ও আছে। এই ফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই হাইব্রিড ডুয়াল সিম যুক্ত ফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট আর 3080 mAh এর ব্যাটারি আছে।

Xiaomi Mi 5X ফোনটিতে 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনটিতে VoLTE’র সঙ্গে 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। এই ডিভাইসটির ওজন 165 গ্রাম। এই ফোনটিতে অ্যাক্সেলিমেটার, অয়াম্বিয়েন্স লাইট সেন্সার, ইনফ্রারেড ম্যাগনিমিটার আর প্রক্সিমিটার সেন্সার আছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo