Panasonic Eluga A3 আর A3 Pro অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

এই দুটি ডিভাইসের পার্থক্য শুধু এর প্রসেসার আর ইন্টারনাল স্টোরেজে

Panasonic Eluga A3 আর A3 Pro অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হল

Panasonic তাদের Eluga সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। Eluga A3 এর দাম Rs 11,290 আর A3 Pro এর দাম Rs 12,790। দুটি ডিভাইসেই 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আর 3GB র‍্যাম আছে। দুটি ডিভাইসেই অ্যান্ড্রয়েড নৌগাট আর 4000mAh এর ব্যাটারি আছে। দুটি ফোনেরই রেয়ার ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

এই দুটি ডিভাইসে প্রসেসার আর স্টোরেজের পার্থক্য আছে। Panasonic Eluga A3তে 1.25GHz কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 16GBর। আর Eluga A3 Pro ফোনটিতে 1.3GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6753 প্রসেসার আছে আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB।

দুটি ফোনেই কোম্পানির সেরা ডিজিটাল অ্যাসিস্টেন্স ARBO আছে। সবার প্রথমে ARBO, Eluga Ray Max আর Eluga Ray X এর সঙ্গে এসেছিল। Samsung  আর HTCও তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে Bixby আর Sense Assistant দিচ্ছে।  

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo