Xiaomi Mi Max 2 5300mAh ব্যাটারি আর অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

ভারতে এই Xiaomi Mi Max এর দাম Rs. 16,999 রাখা হয়েছে

Xiaomi Mi Max 2 5300mAh ব্যাটারি আর অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হল

Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি আজ ভারতে লঞ্চ হয়ে গেছে। ভারতে সাওমির এই ফোনটির দাম Rs. 16,999 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি 27 জুলাই থেকে কোম্পানির অনালাইন স্টোর্স আর অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

 Xiaomi Mi Max 2  এর ফিচার্সের মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য হল এই ফোনের 5300mAh এর ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে এই ব্যাটারিটি দুদিনের ব্যাটারি ব্যাকআপ দেয়। আর এই ফোনে কুইক চার্জ 3.0’র সাপোর্টও আছে। এক ঘন্টায় এটি 68% চার্জ হয়ে যায়।

Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1  নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনের ডিসপ্লেটি 6.44-ইঞ্চির আর এটি ফুল HD ডিসপ্লে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এটি 506 GPU যুক্ত। এই ফোনের র‍্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB’র। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়।

এই ফোনের রেয়ার ক্যামেরা 12MP’র যা f/2.2 অ্যাপার্চার যুক্ত। এই ফোনটিতে LED ফ্ল্যাশ আছে, এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনটি 4G VoLTE সাপোর্ট করে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo