Nokia 8 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি 31 জুলাই লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

Nokia 8 অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম Rs 43,415’র কাছাকাছি হবে

Nokia 8 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি 31 জুলাই লঞ্চ হতে পারে

HMD গ্লোবাল 31 জুলাই তাদের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nokia 8 লঞ্চ করতে পারে। এর সঙ্গে Nokia 9 ফোনটিও লঞ্চ হতে পারে। এই খবরটি জার্মান ওয়েবসাইট WinFuture শেয়ার করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

আবার এরকম খবরও পাওয়া যাচ্ছে যে 31 জুলাই 2017 তে শুধু Nokia 8 ই লঞ্চ হবে, Nokia 8 এর দাম €589 (প্রায় Rs 43,415) হতে পারে।

Nokia 8 এর মডেল নম্বর TA-1004, গুজব যদি সত্যি হয় তবে এই ফোনটিতে 5.3-ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1440×2560 পিক্সাল। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে। এটি 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে, এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব। এই ফোনে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 8MP’র হবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo