HIGHLIGHTS
এয়ারটেলের এই প্ল্যান ৯৪৯ টাকায় থেকে শুরু হচ্ছে। ৯৪৯ টাকা থেকে ২ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে এই অফার।
আনলিমিটেড ফোন কল, ডেটা, এসএমএস, রোমিং। গ্রাহকেরা এবার এয়ারটেলের নতুন ইনফিনিটি প্ল্যানে ভেসে যেতে চলেছেন। এয়ারটেলের এই প্ল্যান ৯৪৯ টাকায় থেকে শুরু হচ্ছে। ৯৪৯ টাকা থেকে ২ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে এই অফার।
Surveyআরও দেখুন : লম্বা লাইনে না দাঁড়িয়ে বাড়ি বসেই জিও সিম পেতে চান? জানুন কীভাবে পাবেন
মুকেশ আম্বানির রিলায়েন্স জিও লঞ্চ করার পর থেকেই অন্যান্য সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলি ডেটা ট্যারিফের প্রতিযোগিতায় নেমে পড়েছে। এয়ারটেল তাদের 4G ডেটা ট্যারিফ হ্রাস করে ৫১ টাকায় ১ জিবি ডেটার অফার দিয়েছে। এখন তাদের নতুন ইনফিনিটি প্ল্যানে গ্রাহকেরা ডেটা, এসএমএস, ভয়েস কলে কতটা খরচ করবেন, তা নিজেরাই বেছে নিতে পারবেন।
এয়ারটেলের ইনফিনিটি অফারের পুরো ডেটা ট্যারিফ যদি জানতে চান, তাহলে এয়ারটেলের ওয়েবসাইট এ দেখুন।
আরও দেখুন : ১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!
আরও দেখুন : রিলায়েন্স তাদের যুজর্স দের দিল একটি চমত্কার উপহার, ফ্রি ডেটা অফারের সময়সীমা বাড়াচ্ছে রিলায়েন্স জিও
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile