Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম উপস্থিত হবে LG V20

HIGHLIGHTS

Android Nougat 7.0 নিয়ে বরাবরই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা ছিল৷ এবার LG আনতে চলেছে এই বিশেষ অপারেটিং সিস্টেমে তৈরি তাদের প্রথম ফোন LG V20৷

Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম উপস্থিত হবে LG V20

গুগল নিশ্চিত করেছে যে LG শীঘ্রই লঞ্চ হওয়ার স্মার্টফোন LG V20 অ্যান্ড্রয়েড Nougat 7.0 দিয়ে সজ্জিত বিশ্বের প্রথম ডিভাইস হবে। কোম্পানি এই সম্পর্কে অ্যান্ড্রয়েড Nougat এর অফিসিয়াল ওয়েবপেজ এ দেন। LG ইতিমধ্যে আগেই জানিয়ে ছিল যে V20 স্মার্টফোন অ্যান্ড্রয়েড Nougat এর সঙ্গে প্রস্তুত হবে। এই স্মার্টফোন 6 সেপ্টেম্বর উপস্থাপিত হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : শীঘ্রই আপনি এক বছরের জন্য ডাটা প্যাক ক্রয় করতে পারবেন

নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে প্রত্যাশা অনেকটাই৷ এই অপারেটিং সিস্টেমে মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে একটা নতুন উচ্চতায় পৌঁছনো যাবেই বলে বিশ্বাস ব্যবহারকারীদের৷ কেননা এটিতে একটি অ্যাপ বন্ধ না করেই পৌঁছনো যাবে অন্য অ্যাপে৷ এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লিয়ার করার জন্য আলাদা অপশনও থাকবে৷ ফলে স্মার্টফোনের হ্যাং হওয়ার যে সমস্যা তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে৷ এই অপারেটিং সিস্টেমেই আসতে চলেছে এলজি-র নয়া এই স্মার্টফোন৷

LG V10-এর ঘরানা মেনেই আসছে এই নয়া স্মার্টফোন৷ ফিচার মোটামুটি এক থাকলেও অপারেটিং সিস্টেম অনুযায়ী এই ফোনকে প্রযুক্তিগতভাবে আরও বেশি আধুনিক করে তোলা হয়েছে৷ সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে সান ফ্রান্সিসকোতে লঞ্চ করার পরের সপ্তাহেই ফোনটি পাওয়া যাবে ভারতের বাজারেও৷ তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই  হাতে এই ফোন পাওয়ার সম্ভাবনা প্রবল৷

ইতিমধ্যেই নয়া ফোনের বিভিন্ন ফিচার পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে৷ ওয়াইড লেন্স অ্যাঙ্গেলে ডুয়াল রিয়ার ক্যামেরা-সহ ফোনের ডিসপ্লেকেও করে তোলা হয়েছে অত্যাধুনিক৷ এছাড়া আরও বেশ কিছু ইউনিক ফিচার আছে এই ফোনে৷ নয়া ফোনকে বাজারে জনপ্রিয় করে তুলতে কোমর বেঁধেই নামছে সংস্থা৷ এখনই তাই  সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করতে নারাজ তারা৷ ৬ সেপ্টেম্বর ফোনটি লঞ্চ হওয়ার পরই জানা যাবে ভারতের বাজারে কতটা জনপ্রিয়তা পেতে পারে ফোনটি৷

আরও দেখুন : জিওনি S6s স্মার্টফোন ভারতে হলো লঞ্চ, মূল্য Rs. 17,999

আরও দেখুন : ভারতে এবার পাওয়া যাবে HTC ডিজায়ার 830 ডুয়াল সিম স্মার্টফোন, মূল্য Rs. 18,990

 

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo