চ্যাম্পওয়ান C1 4G স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সঙ্গে লঞ্চ, মূল্য মাত্র Rs 501

HIGHLIGHTS

ফ্রিডম 251 স্মার্টফোনের পর আরেকটি স্মার্টফোন চ্যাম্পওয়ান C1 এলো সামনে। এইটা কি সত্যি না কি শুধু একটি মার্কেটিং রণকৌশল।

চ্যাম্পওয়ান C1 4G স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সঙ্গে লঞ্চ, মূল্য মাত্র Rs 501

এই বছরের শুরুর দিকে এমন একটি স্মার্টফোনের ঘোষণা হয়েছিল যা বিশ্বে তার নাম খুব কম সময়ে তৈরি করে নেয়। আমরা রিংগিং বেল্স এর ফ্রিডম 251 স্মার্টফোনের যার মূল্য মাত্র Rs. 251 রাখা হয়। এবং এই মূল্যে এর যা ফিচার তা অন্যানো দামি মোবাইল এ পাওয়া যায়। এর পরে আরেকটি স্মার্টফোন সামনে এসে ছিল যা Docoss X1 স্মার্টফোন যার মূল্য ছিল মাত্র Rs. 888 এবং এর পর আরেকটি স্মার্টফোন আসলো যার নাম  NamoTel AchcheDin যার মূল্য ছিল কেবল Rs. 99 এবং এই বছর শেষ হওয়ার আগেই আমাদের সামনে আরেকটি নতুন স্মার্টফোন আসে যার মূল্য মাত্র Rs. 501 এবং এর নাম Champ1India. আগেই এই কয়েকটি ফোন নিয়ে বাজারে হৈ হল্লা মেচে রয়েছে। তালে কি এইটা সূতি না কি শুধু একটি মার্কেটিং রণকৌশল?

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : LG V20 স্মার্টফোনের নতুন ছবি হলো লীক, স্মার্টফোনে হবে না ডুয়াল ক্যামেরা

এই স্মার্টফোন কে কোম্পানীর ওয়েবসাইট এ লিস্ট করা হয়েছে এবং এর লোগো কিছুটা মাইক্রোম্যাক্স এর লোগো অনুরূপ। এর ফিচার্স এর বিষয় বলি তো এতে একটি 5 ইঞ্চির 720p ডিসপ্লে দেওয়া হয়েছে। সঙ্গে এতে মিডিয়াটেক এর 1.3GHz কোয়াড-কোর মিডিয়াটেক 6735 প্রসেসর এবং 2GB RAM উপস্থিত রয়েছে।

সঙ্গে এই স্মার্টফোনে 8MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রান্ট ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনে 16GB ইন্টারনাল স্টোরেজ ও উপস্থিত রয়েছে। সঙ্গে বলে দি যে এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ এ রান করে।  সঙ্গে এতে একটি 2500mAh ক্ষমতা ব্যাটারি রয়েছে। এর সঙ্গে এর সবচেয়ে খাস যে জিনিস এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। এর সঙ্গে বলে দি যে আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে এটি জন্য রেজিস্টার করতে পারেন। এর পরে এটি কে ক্যাশ ও ডেলিভারির মাধ্যমে আপনার অব্দি  পাঠানো হবে। এই স্মার্টফোনের প্রথম ফ্ল্যাশ সেল 2 সেপ্টেম্বর এ হবে।

আরও দেখুন : LG X ক্যাম স্মার্টফোন ভারতে লঞ্চ, ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত করা

আরও দেখুন : শাওমি রেডমি নোট 4 হল সেল এর জন্য উপলব্ধ

 

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo