HIGHLIGHTS
আজকাল কে না চায় টাকা কামাতে ! তবে সেটা যদি ভালো পথে চলে টাকা কামানো যায় বা একটু মাথা লাগিয়ে বুদ্ধির জোরে টাকা পাওয়া যা।. বুদ্ধি খাটিয়ে আপনি ও পেতে পারেন ১ কোটি টাকা।
আজকাল কে না চায় টাকা কামাতে ! তবে সেটা যদি ভালো পথে চলে টাকা কামানো যায় বা একটু মাথা লাগিয়ে বুদ্ধির জোরে টাকা পাওয়া যা।. বুদ্ধি খাটিয়ে আপনি ও পেতে পারেন ১ কোটি টাকা।
Surveyআরও দেখুন : ওপ্পো R9 এর দাম হলো কম, এখন ভিভো X7 সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা হবে
বেশি বড় নয়। খুব ছোট একটা কাজ। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেটা করতে পারলেই মিলবে কোটি টাকার পুরস্কার।
জটিল সিকিউরিটি বাগ খুঁজে দিতে হবে। আর সেটা দিতে পারলেই আপনাকে ২ লাখ ডলার পুরস্কার দেবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার উপরে। এর আগে ফেসবুকও এই ধরনের উদ্যোগ নিয়েছিল। এবার অ্যাপল পাঁচটি নির্দিষ্ট ক্যাটেগরিতে বাগ খুঁজে দেওয়ার বিনিময়ে পুরস্কার ঘোষণা করল। তবে সবচেয়ে বেশি পুরস্কারের মূল্য 'সিকিউওর বুট' ক্যাটেগরিতে। এই ক্যাটেগরিতে যে বাগ বা নকশায় ভুল খুঁজে দিতে পারবে, সেই পেয়ে যাবে কোটি টাকা পুরস্কার।
আরও দেখুন : 5.5 ইঞ্চি ডিসপ্লে ব্যবস্থাসহ Xiaomi Mi 5s স্মার্টফোন
আরও দেখুন : মোটা G4 প্লে স্মার্টফোন ভারতের Rs.8999 মূল্যে লঞ্চ হতে পারে
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile