WhatsApp আনল Happy New Year 2026 স্টিকার প্যাক, এবার মেসেজ টাইপ না করে বন্ধুদের পাঠান মজাদার স্টিকার

WhatsApp আনল Happy New Year 2026 স্টিকার প্যাক, এবার মেসেজ টাইপ না করে বন্ধুদের পাঠান মজাদার স্টিকার

WhatsApp Happy New Year 2026 Stickers: 2025 এবার শেষের দিকে, হাতে আর মাত্র কয়েকটা দিন। আসতে চলেছে নতুন বছর 2026 সাল। নতুন বছরকে আরও বিশেষ করে তুলতে, হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে। এবার আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের নববর্ষের শুভেচ্ছা জানাতে লম্বা মেসেজ লিখতে হবে না, বা কোনো থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে হবে না। আসলে হোয়াটসঅ্যাপ হ্যাপি নিউ ইয়ার 2026 নামে একটি নতুন স্টিকার প্যাক চালু করেছে, যা ব্যবহারকারীরা চ্যাটে পাঠাতে এবং তাদের স্ট্যাটাস আপডেটে করতে পারেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp-এর হ্যাপি নিউ ইয়ার 2026 স্টিকার প্যাক কী?

হোয়াটসঅ্যাপ কিছু বিশেষ ব্যবহারকারীদের জন্য একটি হ্যাপি নিউ ইয়ার 2026 স্টিকার প্যাক লঞ্চ করেছে। এই নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাকে মোট 14টি স্টিকার রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপে যদি এখনও এই স্টিকার প্যাক দেখা না যায়, তবে Google Play Store বা Apple App Store এ গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করুন। আপডেটের পর এই স্টিকার আপনি চ্যাটের স্টিকার সেকশনে পাবেন।

আরও পড়ুন: OnePlus 15R লঞ্চের আগেই 15000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে 32MP সেলফি ক্যামেরা OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন

WhatsApp ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে একটি শুভ নববর্ষ ২০২৬ স্টিকার প্যাক চালু করেছে। এই নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাকটিতে মোট ১৪টি স্টিকার রয়েছে এবং এর ফাইল সাইজ মাত্র ৪৮৮KB। যদি আপনি এখনও এই স্টিকার প্যাকটি দেখতে না পান, তাহলে Google Play Store বা Apple App Store-এ গিয়ে আপনার WhatsApp অ্যাপ আপডেট করুন। আপডেটের পরে, আপনি আপনার চ্যাটের স্টিকার বিভাগে এই স্টিকারগুলি পাবেন।

হোয়াটসঅ্যাপে শুভ নববর্ষ 2025 স্টিকার কীভাবে পাঠাবেন

  • সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করতে হবে।
  • হোয়াটসঅ্যাপে আপনি যেখানে স্টিকার পাঠাতে চান সেই চ্যাটটি খুলুন।
  • এবার মেসেজ বারে স্টিকার আইকনে ট্যাপ করুন।
  • স্টিকার ট্রের নীচে ‘Happy New Year 2026’ স্টিকার প্যাকটি সার্চ করুন।
  • এর পর স্টিকার প্যাক খুলে আপনার পছন্দের স্টিকার সেলেক্ট করুন এবং এতে ট্যাপ করে সেন্ড অপশনে ক্লিক করুন।

Meta AI দিয়ে তৈরি করুন নববর্ষের ছবি

আপনি যদি নিউ ইয়ারের জন্য একটি কাস্টম ছবি তৈরি করতে চান, তাহলে আপনি মেটা এআই ব্যবহার করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট খুলুন। এবার পেপারক্লিপ আইকনে ট্যাপ করুন এবং এআই ইমেজ বিকল্পটি সেলেক্ট করুন। এর পর Happy New Year মতো যেকোনো প্রম্পট দিতে হবে। প্রম্পট দেওয়ার পর সিস্টাম অটোমেটিক বেশ কয়েকটি এআই-জেনারেটেড ছবি তৈরি করবে, এখান থেকে আপনার পছন্দের ছবি বাছাই করতে পারবেন এবং সরাসরি চ্যাটে পাঠাতে পারবেন।

আরও পড়ুন: Jio লঞ্চ করল সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র 103 টাকায় দিচ্ছে 28 দিনের ভ্যালিডিটি সাথে ডেটা এবং OTT সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo