Nothing এর এই লেটেস্ট স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 33 হাজার টাকার বেশি ছাড়, এছাড়া অফারও
আপনি যদি কম খরচে একটি প্রিমিায়ম স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Nothing Phone 3 একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Amazon সাইটে কম দামে পাওয়া যাচ্ছে। নাথিং ফোন 3 অফারটি সেই ইউজারদের জন্য একটি ভাল বিকল্প যারা কম খরচে প্রিমিয়াম ফিচার পেতে চান। নাথিং ফোন 3 ডিভাইসটি তার লঞ্চ প্রাইস থেকে 33,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক স্টাইলিশ ডিজাইন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ মতো ফিচার সহ আসে। বলে দি যে কিছু মাস আগেই নাথিং ফোনটি বাজারে চালু করা হয়ছিল।
SurveyNothing Phone 3 স্মার্টফোনের ডিল
নাথিং ফোন 3 এর 12GB+256GB ভ্যারিয়্যান্ট এখন Amazon সাইটে 46,482 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি লঞ্চ দাম থেকে 33,000 টাকারও বেশি ছাড়ে কেনা যাবে। এছাড়া কোম্পানি অনেক ব্যাঙ্ক অফারও দিচ্ছে এই ফোনে। বলে দি যে এই দামে ফোনের 12GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এছাড়া কোম্পানি গ্রাহকদের পুরনো ফোনে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। গ্রাহকরা তাদের পুরনো ফোনে 43,300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপপর নির্ভর করবে।
নাথিং ফোন 3 স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 তে 6.67-ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে যা হাই-ব্রাইটনেস এবং ক্লিয়ার পিকচার কোয়ালিটি সাপোর্ট করে। ডিসপ্লেতে গরিল্লা গ্লাস 7i প্রোটকশন দেওয়া।
প্রসেসর হিসেবে নাথিং ফোন 3 ডিভাইস Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে যা 16GB RAM পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
পাওয়ার দিতে নাথিং ফোন 3 ডিভাইসে রয়েছে 5500mAh ব্যাটারি রয়েছে যা 65W চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, নাথিং ফোন 3 তে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি পেরিস্কোপ লেন্স, একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং সেলফির জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: OPPO Find X9 Series স্মার্টফোনের আগামীকাল প্রথম সেল, রয়েছে DSLR এর মতো ক্যামেরা ফিচার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile