ভারতে নভেম্বর মাসেই আসছে Nothing Phone 3a Lite, লঞ্চ তারিখের ঘোষণা
নাথিং কোম্পানি অবশেষে তার আপকামিং স্মার্টফোন Nothing Phone 3a Lite এর ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। আপকামিং নাথিং ফোন 3এ লাইট ফোনটি ভারতে নভেম্বর মাসের শেষের দিকে আসবে। ফোনের বিক্রি নিয়ে কথা বললে, নাথিং ফোন 3এ লাইট ফোনের বিক্রি ভারতে Flipkart এবং রিটেল স্টোর থেকে করা হবে। নাথিং ফোন 3এ লাইট কিছু সপ্তাহ আগে কয়েকটি গ্লোবাল মার্কেটে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 7300 প্রো চিপসেট সহ লঞ্চ করা হয়ছিল। অনুমান করা হচ্ছে যে ভারতীয় ভ্যারিয়্যান্টেও একই ডিজাইন দেওয়া যেতে পারে।
Surveyভারতে Nothing Phone 3a Lite স্মার্টফোন কবে হবে লঞ্চ?
কার্ল পেই কোম্পানি সোমবার ঘোষণা করেছে যে আপকামিং নাথিং ফোন 3এ লাইট ডিভাইসটি ভারতে 27 নভেম্বর লঞ্চ করা হবে। বাকি ডিটেলের কথা বললে, কোম্পানি আগামী নাথিং ফোনের বিষয় বেশি কিছু ডিটেল প্রকাশ করেনি। কোম্পানির টিজার থেকে জানা গেছে যে নতুন ফোনটি সাদা এবং কালো রঙে আসবে।
আরও পড়ুন: BSNL এর ধামাকা রিচার্জ প্ল্যান, মাত্র 251 টাকায় 100GB ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা
গ্লোবাল মার্কেটে নতুন নাথিং ফোনটি 29 অক্টোবর লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় নাথিং ফোন 3এ লাইট ফোনের দাম EUR 249 (প্রায় 25,600 টাকা) থেকে শুরু হয়। এই দামে ফোনের বেস মডেল 8GB RAM+128GB স্টোরেজের।
নাথিং ফোন 3এ লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে
গ্লোবাল মার্কেটে আসা নাথিং ফোন 3এ লাইট এর ফিচারের কথা বললে, নতুন নাথিং ফোনে রয়েছে 6.77-ইঞ্চি ফুল HD+ (1080×2392 পিক্সেল রেজোলিউশন) ফ্লেক্সিবাল AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 3000 নিটস পিক HDR ব্রাইটনেস রয়েছে।
এর আগে যেমনটি বলা হয়েছে, নাথিং ফোন 3এ লাইট ফোনের গ্লোবাল ভ্যারিয়্যান্ট অক্টা কোর 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো চিপসেট দেওয়া হয়েছে। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা ফিচার হিসেবে নাথিং ফোন 3এ লাইট ডিভাইসে ট্রিপর রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে নাথিং ফোন 3এ লাইট ফোনে থাকবে 5000mAh ব্যাটারি যা 33W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারড রির্ভাস চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: 50MP ডুয়াল ক্যামেরা সহ Poco 5G ফোন হল দেদার সস্তা, 9000 টাকার কমে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile