Motorola এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত
Motorola তার 15000 টাকার কম দামের মিড রেঞ্জ স্মার্টফোন এর দাম আবারও কমিয়ে দিয়েছে। এই ফোনটি হল Moto G85 5G, যার দাম একধাপে অনেকটাই কমে গেছে। গত বছর লঞ্চ হওয়া মোটো জি85 5জি ফোনটি AMOLED ডিসপ্লে, 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার অফার করে। এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তা করে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি85 5জি ফোনের নতুন দাম কত এবং ফিচার কী।
SurveyMoto G85 5G Phone Flipkart Deal Price
মোটোরোলা এর এই ফোনটি Flipkart সাইটে 15,999 টাকায় লিস্ট করা। বলে দি যে ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি মোটো জি85 5জি ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। গ্রাহকরা ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পেতে পারেন। এছাড়া IDFC Bank Credit Card EMI পেমেন্টে পাওয়া যাবে 1500 টাকা পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: Jio এর 3GB ডেটা এবং ফ্রি Netflix সহ সস্তা রিচার্জ প্ল্যান, দীর্ঘ ভ্যালিডিটি সহ মিলবে আনলিমিটেড কলিং
মোট 1000 টাকা পর্যন্ত ছাড়ের পর মোটো জি85 5জি ফোনটি 14,999 টাকায় কেনা যাবে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 14,600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
মোটো জি85 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলার এই ফোন 6.67 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে অফার করে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে মোটো জি85 5জি ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেটে কাজ করে। এর সাথে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট থাকে।
ক্যামেরার ক্ষেত্রে মোটো জি85 5জি ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে মোটো জি85 5জি ফোনে পাওয়া যাবে 33W USB টাইপ সি চার্জি সহ 5000mAh ব্যাটারি। এছাড়া এতে ডুয়াল স্টিরিও স্পিকার সহ দুর্দান্ত ফিচার দেওয়া।
আরও পড়ুন: মাত্র 6798 টাকায় কেনা যাবে 6300mAh ব্যাটারি Realme স্মার্টফোন, অফার শুধু আজ পর্যন্ত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile