5 নভেম্বর Moto G67 Power 5G স্মার্টফোন ভারতে হবে লঞ্চ, থাকবে 7000mAh ব্যাটারি
Motorola এর নতুন স্মার্টফোন ভারতে আগামী মাসে লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনটি Moto G67 Power 5G নামে বাজারে আনবে। তবে লঞ্চের আগেই কোম্পানি মোটো জি67 পাওয়ার ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার নিশ্চিত করে দিয়েছে। মোটো জি67 পাওয়ার ফোনটি সোনি সেন্সর সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসবে। এছাড়া মোটো জি67 পাওয়ার 5জি ফোনে মিলিট্রি গ্রেড ডিউরিবিলিটি সহ 7000mAh ব্যাটারিও থাকবে।
SurveyMoto G67 Power 5G ভারতে কবে হবে লঞ্চ
মোটো জি67 পাওয়ার 5জি ভারতে 5 নভেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে এর মাইক্রোসাইট Flipkart-এ লাইভ করে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় যে ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে।
ফোনটি তিনটি প্যান্টোন-কিউরেটেড কালার বিকল্পে পাওয়া যাবে – ব্লু, গ্রিন এবং পার্পল – যদিও এই রঙের ভেরিয়েন্টগুলির নাম এখনও প্রকাশ করা হয়নি।

মোটো জি67 পাওয়ার 5জি ফোনের এবং স্পেসিফিকেশন
কোম্পানির মতে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি গরিলা গ্লাস 7i দ্বারা সুরক্ষিত থাকবে। ফোনে MIL-810H মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং IP64 রেটিং থাকবে। ডিজাইনে থাকবে ভেগান লেদার ফিনিশ।
প্রসেসর হিসেবে মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে Snapdragon 7s Gen 2 চিপসেট, 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। এটি 24GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। এটি Android 15-ভিত্তিক Hello UX-এ চলবে এবং কোম্পানি Android 16 আপগ্রেডের দাবি করে। ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট থাকবে।
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার প্রাথমিক ক্যামেরা হবে 50MP Sony LYT-600 সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানির মতে, সমস্ত ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং এতে একটি AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ফিচার থাকবে।
পাওয়ার দিতে ফোনে সিলিকন-কার্বন প্রযুক্তির উপর ভিত্তি করে 7000mAh ব্যাটারি থাকবে, যা একবার চার্জে 58 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হচ্ছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile