4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা May 28 2019
Slide 1 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

এই সময়ের টড়েন অনুসারে ইউজাররা একটি ফোন সব কিছু চান, মানে একটি ফোনেই তারা পার্ফর্মেন্স থেকে শুরু করে দারুন লুক আর ডিজাইনের সঙ্গে ভাল ক্যামেরাও চেয়ে থাকেন। আর আপনারা যদি একটি ফোন কিনতে চান আর তাতে ভাল র‍্যাম আছে এমন ফোন চান তবে আজকে আমরা এখানে আপনাদের এমন কিছু ফোনের বিষয়ে বলব যা 4GB আর 6GB র‍্যামের ফোন। আর এই সব ফোনই এই বছরে এসেছে।

Slide 2 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

XIAOMI REDMI NOTE 7

শাওমির এই ফোনটি গ্লাস ব্যাক, ওয়াটার ড্রপ নচ যুক্ত ফোন। আর Redmi Note 7 ফোনে আপনারা এর সঙ্গে ফোনের ব্যাক আর ফ্রন্ট প্যানেলে 2.5 D গ্লাস পাবেন। আর এই স্মার্টফোনে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC অক্টা কোর প্রসেসার যুক্ত। আর এতে 14nm প্রসেসারে Kryo 260 কোর্স আছে। আর এই ডিভাইসে অ্যাড্রিনো 512GPU আছে। আর Redmi Note 7 ফোনে আপনারা 12+2 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার AI ক্যামেরা 13মেগাপিক্সালের ফ্রন্ট AI ক্যামেরা পাবেন। AI ক্যামেরা বিউটিফাই, AI সিনরেকগজেশান আর AI পোট্রেড সেলফি অফার করে। আর এই ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি আছে, আর এটি কুইক চার্জ 4(18w) সাপোর্ট যুক্ত।

Slide 3 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

SAMSUNG GALAXY M30

Galaxy M30 ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত ফোন। এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 15w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এতে আপনারা USB C পোর্ট পাবেন। আর সেখানে এর সিকিউরিটি ফিচারে ফেস আনলকের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

Galaxy M30 ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত ফোন। এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 15w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এতে আপনারা USB C পোর্ট পাবেন। আর সেখানে এর সিকিউরিটি ফিচারে ফেস আনলকের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

Slide 4 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

REALME 3

মোবাইল ফোনে আপনারা একটি 3D গ্রেডিয়েন্ট ইউনিবডি ডিজাইন, ডুয়াল রেয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ওয়াটার ড্রপ নচ পাবেন। আর এই ডিভাইসে মিডিয়াটেক HElio P70 প্রসেসার দেওয়া হেয়ছে।, আর এই ফোনটি 4,230mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই ফোনটি Realme 2 ফোনের আপগ্রেটেড ভার্সান।

Slide 5 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

SAMSUNG GALAXY A50

Android Pie-Based One UI  যুক্ত Galaxy A50ফোনটি একটি আলট্রা ওয়াইড, স্লো মো আর হাইপারলেস যুক্ত শুটিং পাবেন। আর এই ফোনটি কোম্পানির A সিরিজের প্রিমিয়াম ফোন এতে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ইনিফনিটী U স্ক্রিন আছে। আর এর সঙ্গে এতে অক্টা কোড় EXYNOS 9610 SoC আছে। আর এই ডিভাইসটি 4GB আর 6GB র‍্যামে পাবেন।

Slide 6 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

SAMSUNG GALAXY A60

Galaxy A60 ফোনটি কোম্পানির Galaxy A50 আর A 70 ফোনের মাঝের ফোন। এই ফোনটি Galaxy A8s য়ের পরে দ্বিতীয় ফোন যা একটি Infinity-O punch-hole ডিসপ্লে সেলফি যুক্ত ফোন। আর এই ফোনে আপনারা 92% স্ক্রিনটু বডি রেশিও পাবেন। আর এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ Infinity-O FHD+ LCD  ডিসপ্লে পাবেন। আর এটি স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট যুক্ত আর এটি 6GB র‍্যামের সঙ্গে ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Slide 7 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

XIAOMI REDMI NOTE 7 PRO

কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 যুক্ত এই ফোনে আপনারা Kyro 460 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এই ডিভাইসে 6GB LPDDR4X  র‍্যাম আছে আর এটি 128GB স্টোরেজ যুক্ত ফোন। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি 4(15w) সাপোর্ট করে। আর এই ফোনটিতে 8.5 ঘন্টার গেমিনবগ টাইপ 45.5 ঘন্টার কলিং টাইম অফার করে। আর এই ফোনে 48MP র প্রাইমারি সেন্সার আছে যা Sony IMX586 সেন্সার 

Slide 8 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

OPPO F11 Pro

এই ফোনটিতে আপনারা একটি পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর এটি নচ ছাড়া ডিভাইস। আর এই ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির  FHD+ IPS LCD  ডিসপ্লে পাবেন। আর এই ফোনে হেলিও P70 চিপসেট দেওয়া হেয়ছে। ফোনটিতে 6GB র‍্যাম আছে আর এর স্টোরেজ 64GB আর এই ফোনে একটি 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে 48MP র প্রাইমারি সেন্সার দেওয়া হয়েছে।

Slide 9 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

VIVO V15 PRO

V15 Pro ফোনটিতে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 32MP র পপ আপ ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে আপবেন। আর এই ফোনটি Helio P70 অক্টা কোর প্রসেসার আর 6GB র‍্যাম যুক্ত ফোন আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 64GB। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।

Slide 10 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

XIAOMI REDMI 7

Redmi 7 ফোনটি সবে ভারতে এসেছে এই ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে AI ক্যামেরা পাবেন। আর এই ফোনের ব্যাটারি 4000mAH য়ের। আর এই ফোনটির ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Slide 11 - 4GB আর 6GB র‍্যাম যুক্ত এই বছরের কিছু দারুন ফোন

SAMSUNG GALAXY A30

এই ফোনে 4GB র‍্যাম আছে আর সঙ্গে আছে একটি 64GB র ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে 16MP র প্রাইমারি ক্যামেরা আছে আর সঙ্গে ফোনের ফ্রন্টেও একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4GB/6GB র‍্যাম পাবেন। ফোনে ডুয়াল রেয়ার আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে।

রিলেটেড/লেটেস্ট ছবি সমূহ

ভিউ অল
Advertisements

জনপ্রিয় ছবির স্টোরি

ভিউ অল
Advertisements

হট ডিলস

ভিউ অল
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status