Xiaomi Redmi Y2 স্মার্টফোনটি আজকে দুপুর 12টায় Mi.com আর অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাবে

Xiaomi Redmi Y2 স্মার্টফোনটি আজকে দুপুর 12টায় Mi.com আর অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাবে
HIGHLIGHTS

Xiaomi Redmi Y2 ডিভাইসটিকে গত বছরের লঞ্চ হওয়া Xiaomi Redmi Y1য়ের নেক্সট জেনারেশান ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসটি একটি সেলফি সেন্ট্রিক ডিভাইস আর এতে একটি 16মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে

Xiaomi Redmi Y2 স্মার্টফোনটিকে কোম্পানি আজকে আরও একবার সেলের জন্য নিয়ে আসছে এই ডিভাইসটি 7জুন ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ডিভাইসটি অন্য কিছু সেলফিসেন্ট্রিক স্মার্টফোনকে প্রতিযোগিতা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর এর প্রথম সেলের পরে দ্বিতীয়বারের জন্য আজকে এই ফোনটি সেলে আসছে। যারা প্রথম বার ফোনটি কিনতে পারেন নি তাদের জন্য আজকে একটি ভাল সুযোগ এসেছে। আর এই সেল শুরু হবে আজকে দুপ্রু 12টায়। এটি অ্যামাজন ইন্ডিয়া আর Mi.com থেকে কেনা যাবে।

এই ডিভাইসটি 9,999টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি বেস ভেরিয়েন্ট মানে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর এর 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজের দাম 12,999টাকা। আর এই ফোনটি কিনলে আপনারা এয়ারটেলের তরফে 1,800টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। আর এর সঙ্গে কোম্পানি 240GB ডাটাও দিচ্ছে।

 এই ইলেক্ট্রনিক্স জিনিস গুলির ওপরে Paytm অসাধারন ডিল দিচ্ছে জানুন 

Xiaomi Redmoi Y2 স্মার্টফোনটির স্পেসিফিকেশান

আমরা যদি এই ফোনটির স্পেসিফিকেশান দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে 5.99ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 720×1440 পিক্সালের রেজিলিউশান যুক্ত। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625চিপসেট দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর MIUI9.5  দেওয়া হেয়ছে আর এই ডিভাইসের ব্যাটারি 3080mAh।

Camera Rear : Dual 12MP+5MP
Camera Front : 16MP High Resolution
Screen Display : 15.2cm(5.99) Large Display
Face Unlock : Yes
Processor : Snapdragon 625 14nm Octa-core Processor
Battery : 3080mAh
Sensor : Fingerprint Sensor
Redmi Y2 3GB | 32GB Price in India : Rs.9999
Redmi Y2 4GB | 64GB Price in India : Rs.12999
Availability : 12th June Amazon
Launch Date‎: ‎7th June 2018

অপটিক্স

আমরা যদি এই ফোনটির অপ্টিক্সের কথা বলি তবে এতে 12MP আর 5MPর ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হেয়ছে। আর রেয়ার ক্যামেরা ইলেক্ট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশান (EIS) আর পোট্রেড মোড সাপোর্ট করে। আর এই ডিভাইসের ফ্রন্টে AI 16MOর সেলফি ক্যামের আছে। আর তা ফেস রেকগজেশানের কাজ করে। আর সেলফি ক্যামেরা সঙ্গে একটি সেলফি লাইটও দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G LTE, VoLTE, Wi-Fi 802.11 b/g/n ব্লুটুথ 4.2 আর GPS অফার করা হয়েছে। আর এই স্মার্টফোনের মেজারমেন্ট 160.73×77.26×8.1cm আর এই ফোনটির ওজন 170গ্রাম। আর এই ডিভাইসে ইনফারেড সেন্সার আছে। আর এই ডিভাইসটি তিনটি কালার অপশানে পাওয়া যাবে। এলিগেন্ট গোল্ড, রোজ গোল্ড আর ডার্ক গ্রে।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন।  

Digit.in
Logo
Digit.in
Logo