Sony Xperia XZ3 স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845প্রসেসারের সঙ্গে IFA 2018সালে লঞ্চ করা হতে পারে

Sony Xperia XZ3 স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845প্রসেসারের সঙ্গে IFA 2018সালে লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

Sony তাদের Xperia XZ2 স্মার্টফোনটিকে MWC 2108তে লঞ্চ করা হয়েছিল আর এবার জানা গেছে যে এটি নতুন ডিজাইনের সঙ্গে সোনি Xperia XZ3 কে IFA 2018তে লঞ্চ করা হতে পারে

Sony Xperia XZ2 স্মার্টফোনটির নতুন জেনারেশানের ডিভাইস Sony Xperia XZ3 স্মার্টফোনটি বার্লিনে IFA 2018র ইভেন্টে লঞ্চ করা হতে পারে। আর আপনাদের এও বলে রাখি যে কোম্পানির তরফে Xperia XZ2 স্মার্টফোনটিকে MWC 2108তে লঞ্চ করা হয়েছিল আর এবার জানা গেছে যে এটি নতুন ডিজাইনের সঙ্গে সোনি Xperia XZ3 কে IFA 2018তে লঞ্চ করা হতে পারে। নতুন ডিভাইসের সব থেকে বড় স্পেশালিটি এর হাই এন্ড স্ন্যাপড্র্যাগন 845 আর এই স্মার্টফোনটি IP68 রেটিং য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনে একটি 19মেগাপিস্কালের প্রাইমারি ক্যামেরা আর 12মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনে 13মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকার কথা আছে। আর এও বলা হচ্ছে যে এই ফোনটি দুটি ডিভাইসের এক্তির মতন ক্যামেরাও মিলে যাবে।

এও মনে করা হচ্ছে যে এই ডিভাইসে আলদা আলদা ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনে একটি 64Gb স্টোরেজ ভেরিয়েন্ট আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে। আর এই ফোনের স্টোরেজকে আপনারা মাইক্রএসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে। এই ফোনটিতে কানেক্টিভিটির অপশানে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.o আর NFC র সঙ্গে USB Type C ও আছে।

আর এই ফোনে একটি 3240mAhয়ের ব্যাটারি থাকার সম্ভাবনা আছে। আর যদি Xperia XZ2 ফোনটি দেখি তবে এতে 3180mAhয়ের ব্যাটারি আছে। আর এই ডিভাইসটিকে নিয়ে বলা হচ্ছে যে এদের দাম কিছু দিনের মধ্যেই জানা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo