latest upcoming smartphones in india 2025 Samsung Galaxy Z Fold 7 Nothing Phone 3 OnePlus Nord 5
Upcoming Smartphones: নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারতীয় বাজারে একাধিক নতুন স্মার্টফোন আসতে চলেছে। এই বার বাজেট থেকে প্রিমিয়াম সেগামেন্টে ফোন লঞ্চ হবে, তালিকায় Nothing, OnePlus, Redmi, OPPO, iQOO কোম্পানির স্মার্টফোন রয়েছে। আসুন দেখে নেওয়া যাক।
জুলাই মাসের প্রথম দিন 1 তারিখ, নাথিং তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন নাথিং ফোন ৩ লঞ্চ করছে। এবার কোম্পানি গ্লাইফ ইন্টারফেসকে নতুন ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে বদল করছে। ফোনে Snapdragon 8s Gen 4 চিপসেট, 6.77 ইঞ্চি 120Hz অ্যামোলেড স্ক্রিন, 12 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা (50 মেগাপিক্সেল প্রাইমারি) থাকবে। আশা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি 40 হাজার টাকা পর্যন্ত দামে আসতে পারে।
আরও পড়ুন: 7550mAh বড় ব্যাটারি সহ Poco F7 5G স্মাার্টফোনের বিক্রি 1 জুলাই থেকে শুরু, জানুন দাম কত
ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনটি 8 জুলাই ভারতে আসবে। এটি 30 হাজার টাকা দামে আসতে পারে। খবর অনুযায়ী, এই স্মার্টফোনটি 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ আসবে। এই ফোনে থাকবে 50 মেগাপিক্সেল OIS ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার দিতে নর্ড ৫ ৫জি ফোনটি 80W ফাস্ট চার্জিং সহ 6650mAh ব্যাটারিও থাকতে পারে।
8 জুলাই, ওয়ানপ্লাস নর্ড ৫ এর সাথে নর্ড সিই৫ ৫জি ফোনও ভারতে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই মোবাইলের দাম 25 হাজার থেকে 30 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। স্পেসিফিকেশন হিসেবে, এই স্মার্টফোনে 8GB RAM সহ MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য, এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট এবং 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকবে। এছাড়া, পাওয়ার দিতে 5200mAhmAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সহ পাওয়া যেতে পারে।
স্যামসাং 9 জুলাই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে- গ্যালাক্সি জি ফোল্ড ৭ এবং জি ফ্লপি ৭।
ফোল্ড 7 ফোনে 8.2 ইঞ্চির ইনার ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট অথবা এক্সিনোস 2500 চিপসেট এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
ফ্লিপ 7 ফোনে 6.8 ইঞ্চি স্ক্রিন, 50 মেগাপিক্সেল+ 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং Android 16 ভিত্তিক ওয়ান ইউআই 8 সহ আসতে পারে। দুটি ফোনেই আরও ভালো ব্যাটারি এবং প্রিমিয়াম বিল্ড থাকবে।
ওপ্পো ৩ জুলাই ভারতে তাদের নতুন রেনো ১৪ সিরিজ লঞ্চ করবে। রেনো ১৪ প্রো তে থাকতে পারে 6.83 ইঞ্চি AMOLED স্ক্রিন, MediaTek Dimensity 8450 চিপসেট এবং 6200mAh ব্যাটারি।
রেনো ১৪ তে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ (50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স), 6000mAh ব্যাটারি এবং OIS সাপোর্ট। দুটি ফোনই Amazon এবং Flipkart এ পাওয়া যাবে।
ভিভো এর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এফই শীঘ্রই ভারতে আসছে। ফোনে থাকবে Dimensity 9400+ চিপসেট, 6500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং। ফোনে Zeiss-টিউনিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা সহ মিড বাজেটে ভারতে আসল Samsung Galaxy M36 5G, জানুন দাম কত