6500 টাকার কমে পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি সহ itel স্মার্টফোন, এই বাম্পার ডিল মিস করবেন না!

6500 টাকার কমে পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি সহ itel স্মার্টফোন, এই বাম্পার ডিল মিস করবেন না!
HIGHLIGHTS

কম বাজেটে ভাল স্মার্টফোন কিনতে চান, তবে Amazon Smartphone Summer sale দিচ্ছে সুযোগ

অ্যামাজন স্মার্টফোন সামার সেলে itel A70 ফোনটি খুব কম দামে বিক্রি হচ্ছে

itel A70 ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 6,799 টাকায় লিস্ট করা

কম বাজেটে ভাল স্মার্টফোন কিনতে চান, তবে Amazon Smartphone Summer sale দিচ্ছে সুযোগ। এই সেলে 7 হাজার টাকার কম দামে পাওয়ারফুল ব্যাটারি সহ স্মার্টফোন কেনা যাবে। আসলে অ্যামাজন স্মার্টফোন সামার সেলে itel A70 ফোনটি খুব কম দামে বিক্রি হচ্ছে।

কত টাকায় কেনা যাবে itel A70

অ্যামাজন স্মার্টফোন সেলে আইটেল এ৭০ ফোনটি দুর্দান্ত ডিলে কেনা যাবে। বলে দি যে এই সামার সেলের আজ শেষ দিন। এই সেলে 8 মে থেকে 9 মে পর্যন্ত রাখা হয়েছে।

আরও পড়ুন: 25 বছর পরে নতুন রুপে ফিরল Nokia এর জনপ্রিয় ফোন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ আর কী রয়েছে বিশেষ?

আইটেল A70 ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 6,799 টাকায় লিস্ট করা। তবে সেলে এটি মাত্র 6499 টাকায় কিনতে পারবেন। এই ফোনে ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। কিনতে এখানে ক্লিক করুন

ফোনের কেনাকাটায় OneCard ব্যাঙ্ক কার্ড পেমেন্টে গ্রাহকরা 850 টাকার ছাড় পেতে পারেন।

এছাড়া আপনার পুরানো ফোন এক্সচেঞ্জে অতিরিক্ত 6450 টাকার অতিরিক্ত ছাড় নিতে পারবেন।

itel A70 Price in india
আইটেল A70 ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 6,799 টাকায় লিস্ট করা

আইটেল A70 ফোনে কী রয়েছে বিশেষ

ডিসপ্লে: আইটেল ফোনে কোম্পানি আইফোনের মতো ডায়নামিনক বার ডিসপ্লে অফার করেছে। এতে 6.56 HD+ ডিসপ্লে পাওয়া যাবে।

প্রসেসর: ফোনে প্রসেসিংয়ের জন্য অক্টাকোর প্রসেসর দেওয়া।

RAM এবং স্টোরেজ: আইটেল ফোনটি 4GB RAM সহ 64GB/128GB/256GB স্টোরজে আসে।

ক্যামেরা: স্মার্টফোনে 13MP সুপার HDR ক্যামেরা রয়েছে। ফোনে একটি 8MP পোর্ট্রেট সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: আইটেল এ৭০ ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এতে টাইপ সি চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: iQOO Z9x 5G: Snapdragon 6 Gen 1 সহ ভারতে আসছে নতুন আইকিউ ফোন, প্রকাশ হল নতুন টিজার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo