Huawei Nova 3 য়ের ডিজাইন P20 Lite য়ের মতনই হবে

HIGHLIGHTS

TENAA তে অনলাইন এই ছবি গুলি দেখা থেকে জানা গেছে যে Nova 3 আর P20 Lite দেখতে একই রকমের হবে

Huawei Nova 3 য়ের ডিজাইন P20 Lite য়ের মতনই হবে

Huawei Nova 3 য়ের ছবি TENAAতে অনলাইনে দেখা গেছে আর এই ছবি থেকে এই নিশ্চয়তা পাওয়া গেছে যে Nova 3 আর P20 Lite ফোন দুটি একই রকমের দেখতে হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nova 3 গ্লাস আর মেতাল স্যান্ডউইচ ডিজাইনে আসবে আর এতে P20 Lite য়ের মতন রিফ্লেকশান দেখা যাবে। এই ডিভাইসে ভার্টিকালী ক্যামেরা দেওয়া হবে আর জা বা দিকে থাকবে। ডিভাইসে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে।

এই ছবিতে ডিসপ্লেকে বন্ধ দেখানো হয়েছে তাই এটা বলা যাবে না যে এতে নচ ডিসপ্লে থাকবে কিন। তবে যদি ফ্রন্ট ক্যামেরা আর ইয়রপিস আর সেন্সার মিডিলে দেখা যায় তবে অবাক হওয়ার কিছু নেই। ফোনের ডান দিকে পাওয়ার ভলিউম রকার আছে। আর এই ছবি থেকে জানা গেছে যে এই ডিভাইসের ডুয়াল ক্যামেরাতে অল্প একটু বাম্প থাকবে।

এই ডিভাইসের স্পেসিফিকেশানের বিশেয় আর তেমন কিছু জানা যায়নি তবে Nova 3 কোম্পানির প্রথম এমন স্মার্টফোন হতে পারে যাতে কিরিন 710 চিপসেট থাকবে। আর এই ডিভাইসে 4GB/6GB র‍্যাম আর 64GB/128GB বিল্ট-ইন স্টোরেজ থাকবে।

ভায়াঃ

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo