Gionee এই অসধারন সিকিউরিটি ফিচারের সঙ্গে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে

HIGHLIGHTS

গত বছর Gionee ডিসেম্বর মাসে তাদের S10Lite স্মার্টফোনটি লঞ্চ করেছে আর এর পরে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার তোড়জোড় করছে

Gionee  এই অসধারন সিকিউরিটি ফিচারের সঙ্গে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে

Gionee গত বছর ডিসেম্বর মাসে তাদের S10 Lite স্মার্টফোনটি লঞ্চ করার পরে কোম্পানি এবার তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার চেষ্টা করছে। মনে করা হচ্ছে যে কোম্পানি 26এপ্রিল তাদের কয়েকটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই স্মার্টফোন গুলি অফলাইনে কেনা যেতে পারে। আর এদের দাম 9000টাকা থেকে 15,000টাকার মধ্যে হওয়ার সম্ভবনা আছে। আর এই খবরটি Gizbitটের কাছ থেকে পাওয়া গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানির তরফে লঞ্চ হতে চলা এউ নতুন ডিভাইসে আপনারা ফেস আনলক ফিচারের সুবিধা পাবেন আর আর এওঙ্গে ফুলভিউ ডিসপ্লেও পাওয়া যাবে। আর আমরা এর আগেও আপনাদের বলেছি যে এই ডিভাইসটি অফলাইনে কিনতে পাওয়া যাবে। আর এছাড়া এই ডিভাইসটি অনলাইনেও কিনতে পাওয়া যাবে।

Paytm Deal of the Day: আপনারা যদি একটি ভাল ব্লুটুথ স্পিকার কিনতে চান তবে আজকে আপনাদের সামনে একটি ভাল সুযোগ এসেছে

এই রিপোর্টিটি সত্যি হলে কোম্পানি একটি মিডিয়া ইনভিটেশান পাঠিয়েছে। আর এতে এই ডিভাইসের বিষয়ে কিছু জানা গেছে, এই ইনভিটেশানে আপনারা এরকম লেখা থাকতে দেখতে পাবেন, “With an endeavor to ignite the youthful mind, we cordially invite you to join us to explore and experience a whole new world of Gionee Smartphones – Bigger, Wider and Better।"

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

এই ডিভাইসটিতে 4GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo