Samsung galaxy f55 5g under 20000 flipkart sale deal
20 হাজার টাকার কম দামের নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা Samsung Galaxy F55 5G আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। আসলে 31 মে পর্যন্ত আপনি স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি সেরা অফারের সাথে কিনতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 26,999 টাকা শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই ফোন।
গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি ভারতে 26,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। তবে এখন এই ফোনটি Flipkart সাইটে 20,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি আগেই 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং স্পিড সহ OnePlus 5G ফোনে 6000 টাকার দেদার ছাড়
এখানে শেষ নয়, আপনি চাইলে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে এই ফোনে 2000 টাকা ছাড় পাবেন। যার পরে এই ফোনের দাম কমে 18,999 টাকা হয় যাবে।
শুধু তাই নয়, গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে কোম্পানি এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এতে 12,700 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে আপনার পুরনো ফোনে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 6.7-ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে পিক ব্রাইটনেস লেভল 1000 নিট দেওয়া। প্রসেসর হিসেবে এই ফোনে কোম্পানি Snapdragon 7 Gen 1 অফার করেছে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 5000mAh এর ব্যাটারি সাপোর্ট করে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 14 ভিত্তিক OneUI 6.1 এ কাজ করে।
আরও পড়ুন: 14 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing Phone 2, Nothing Phone 3 লঞ্চের আগেই কমে গেল দাম