24 জুলাই Snapdragon 660র সঙ্গে Xiaomi Ai A2 ফোনটি লঞ্চ হবে

24 জুলাই Snapdragon 660র সঙ্গে Xiaomi Ai A2 ফোনটি লঞ্চ হবে
HIGHLIGHTS

Xiaomi 14জুলাই একটি ইভেন্টে তাদের Mi A1 স্মার্টফোনটির আপগ্রেডেড ভার্সান Mi A2 লঞ্চ করতে পারে

Xiaomi Mi A2 স্মার্টফোনটির প্রতীক্ষা আমরা অনেক দিন ধরেই করছি। বিগত বেশ কয়েক মাস ধরে কোম্পানি স্পেনে একটি গ্লোবাল ইভেন্ট করতে চলেছে বলে জানিয়েছে। আর এর থেকে এটা অনুমান করা হচ্ছে যে এই ইভেন্টে কোম্পানি Xiaomi Mi 6X ফোনটিকে আন্তর্জাতিক ভেরিয়েন্ট Mi A2 নামে লঞ্চ করা হতে পারে। আর এই গ্লোবাল ইভেন্টকে নিয়ে টিজার আগেই সামনে এসেছে আর এবার 24জুলাই ডেটটি কনফার্ম হয়েছে। আর এই ইভেন্টটি মাদ্রিদে হবে।

এর জন্য 11জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশান হবে। আর এই খবরও পাওয়া গেছে যে এই ইভেন্টে সাওমি তাদের Mi A1 য়ের আপগ্রেটেড ভার্সান Mi A2 লঞ্চ করতে পারে। আর আপনাদের বলে রাখি যে গত বছর কোম্পানি আন্তর্জাতিক ইভেন্টে 6X কে Mi A2 নামে লঞ্চ করতে পারে। আর এই ফোনটির আন্তর্জাতিক ইভেন্টের বিষয়ে খবর পাওয়ার পর থেকে এই বিষয়ে আরও আলোচনা শুরু হচ্ছে।

Mi A2 স্মার্টফোনটি এই রকম হতে পারে

আমরা আপনাদের এর আগেই বলেছি যে এই স্মার্টফোনটির স্পেক্স আর ডিজাইন Mi 6X য়ের মতন। Mi A2 32GB ভেরিয়েন্টের দাম প্রায় 19,800টাকা আর সেখানে 64GB ভেরিয়েন্টের দাম প্রায় 22,500টাকা রাখা হতে পারে। আর সেখানে 128GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম 25,200টাকা রাখা হতে পারে।

Xiaomi Mi A2 স্মার্টফোনটির বৈশিষ্ট্য এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত হওয়ার সম্ভবনা আছে। এতে 5.99ইঞ্চির ফুল HD+ 1080×2160 পিক্সাল ডিসপ্লে হবে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB র‍্যাম থাকতে পারে। এই হ্যান্ডসেটে 32GB, 64GB আর 128GB ইনবিল্ড স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

আমরা যদি এই ফোনের ক্যামেরা বিষয়ে কথা বলি তবে এই Mi A2 স্মার্টফোনটিতে ভার্টিকাল ডিজাইন যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে আর এর দুটি সেন্সারই 12MPর হবে। আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র সেলফি ক্যামেরা থাকবে।

এই ফোনটির পাওয়ার ব্যাটারির বিষয়ে আমরা যদি কথা বলি তবে এতে 3010mAh য়ের ব্যাটারি থাকবে যাতে কুইক চার্জ 3.0 প্রযুক্তি থাকবে। আর কানেক্টিভিটি ফিচারে 4G LTE, Wi-Fi 802, 11ac, ব্লুটুথ 5.0 আর USB টাইপ C পোর্ট দেওয়া হবে বলে মনে করা হয়।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

                                        

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo