CES 2020 : ALIENWARE তাদের প্রথম পোর্টেবেল গেমিং সিস্টেম নিয়ে এসেছে

CES 2020 : ALIENWARE তাদের প্রথম পোর্টেবেল গেমিং সিস্টেম নিয়ে এসেছে
HIGHLIGHTS
  • এলিয়েনওয়ারর CES 2020 তে তাদের প্রথম গেমিং সিস্টেম লঞ্চ করেছে

  • এটি কনসেপ্ট UFC

  • ALienware য়ের হার্ডওয়্যারের বিষয়ে বেশি কিছু জানা জায়নি

সবাই জানে যে এলিয়েনওয়ার গেমিং ল্যাপটপ তৈরি করে আর রিং মার্কেটে এটি বড় পরিচিত নাম আর এবার কোম্পানি তাদের পোর্টফোলিও এক্সটেন্ড করেছে। এবার এলিয়েনওয়্যার CES 2020 তে কনসেপ্ট UFC পোর্টেবেল গেমিং ডিভাইস বিষয়ে জানিয়েছে।

এই ডিভাইসটি এখন একটি প্রোটোটাইপ হিসাবে এসেচফহে আর আপনাদের জানিয়ে রাখি যে নিনটেন্ড সুইচের মতন দেখতে এটি। আর এটি একটি টেলিভিশান সিস্টেম যুক্ত করার জন্য ইউন্ডোজ নিয়ন্ত্রন আর ডকের সঙ্গে আসবে। আর কন্সেপ্ট UFC ইউন্ডোজ 10 য়ে চলে আর iOS য়ে চলার জন্য এটি সর্বাধিক গেম যুক্ত হতে হবে।

কনসেপ্ট UFC চারটি প্রধান বিভাজন করা যাবে। আর এর মানে এই যে আট ইঞ্চির প্রধান আকার যা 1200p স্ক্রিন,হার্ডওয়য়ার আর ব্যাটারি প্যাক যুক্ত। আর নিনটেন্ড যায়কান্সের মতন আলাদা আলাদা নিয়ন্ত্রনও আছে আর এটি কোন ভাবে ফাংশান করে। আর এর শেষে একটি ডট আছে যা গ্রাহকদের আলাদা আলাদা নিয়ন্ত্রন একটি একার নিয়ন্ত্রনও করা যাবে।

আর এই ডিভাইসের ওপরে আর নিচে USB C পোর্ট আছে যা কি বোর্ডের মাধ্যমে যুক্ত করার জন্য ব্যাবহার করা যায়। আর এখন এটি জানা জায়নি যে এটি আমরা কবে পাব। এলিয়েনওয়্যারের কনসেপ্ট UFO কেন পাওয়ার আর হার্ডওয়্যারের সঙ্গে এসেছে তা এখনও জানা জায়নি আর এই বিষয়ে জানতে গেলে আরও একটু অপেক্ষা করতে হবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Digit.in
Logo
Digit.in
Logo
Compare items
  • Water Purifier (0)
  • Vacuum Cleaner (0)
  • Air Purifter (0)
  • Microwave Ovens (0)
  • Chimney (0)
Compare
0