হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা ট্রান্সফারে নতুন বদল

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা ট্রান্সফারে নতুন বদল
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের ফিচারে বড়সড় বদল আসল

জুকারবার্গ তাঁর ব্লগে ঘোষণা করেছেন এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে তথ্য ট্রান্সফার করা যাবে

জানেন কি কেমন করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের তথ্য আইফোনে নেবেন?

অনেকেই আগে android user থাকেন, পরবর্তী সময়ে iPhone-এ চলে যান। তাঁরা তাঁদের ফোন থেকে যা যা চান সবটাই ios প্ল্যাটফর্ম পূরণ করে দেয়। কিন্তু একটা জরুরি জিনিস বাকি থেকে যায়। তাঁরা সেটা করতে পারতেন না। আর বিষয়টি জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsAPP-র সঙ্গে জড়িত। 

এতদিন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট বা ডেটা ট্রান্সফার করা যেত না। কম বেশি সব ইউজাররা এর ফলে সমস্যায় পড়তেন। অনেকে এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন। অবশেষে সেই সমস্যার সমাধান করল হোয়াটসঅ্যাপ। একটা নতুন আপডেট রিলিজ করেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটের ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের ডেটা, চ্যাট সব কিছুই ট্রান্সফার করা যাবে। এই ফাংশনটি অ্যাপলের মুভ টু ios প্রোগ্রামের আওতায় পড়ে। এর কাজ কী? যখন কোনও ইউজার নতুন আইফোন কিনবেন এবং পুরনো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করবেন তখন তিনি তাঁর পুরনো অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্যই ট্রান্সফার করতে পারবেন আইফোনে। 

যাঁরা ইতিমধ্যেই আইফোন ব্যবহার করছেন তাঁরা এই সুবিধাটি একটা ব্যাকআপ এবং ফ্যাক্টরি রিসেট করার পর পাবেন। গত মঙ্গলবার 14 জুন মার্ক জাকারবার্গ নিজে একটি ব্লগে বিষয়টি জানান। তিনি ফেসবুকে লেখেন, "আমরা হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় রেখেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হওয়ার সময় আমরা ইউজারদের চ্যাট, ভিডিও, ছবি, ভয়েস চ্যাট ট্রান্সফার করার সুবিধা দিচ্ছি। দীর্ঘদিন ধরেই ইউজাররা আমাদের এই ফিচার আনার কথা বলছিলেন। তারপরই আমরা এই বিষয়ে কাজ শুরু করি। গত বছর আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করার ফিচার এনেছিলাম। এর আগে এই সুবিধা ছিল না অ্যান্ড্রয়েড থেকে আইফোনে তথ্য ট্রান্সফার করার। আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত নতুন আইফোন ক্রেতারাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। "

WHATSAPP

কী ভাবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে তথ্য ট্রান্সফার করবেন?

  • প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে প্রথম মুভ টু ios অ্যাপ অপশনটি খুলতে হবে এবং তারপর অন স্ক্রিনে যা যা নির্দেশ আসবে সেগুলো ফলো করতে হবে। 
  • তারপর, আবার আইফোনে একটি কোড যাবে সেটি অ্যান্ড্রয়েড ফোনে দিতে হবে। তারপর অন স্ক্রিনে যা যা করতে বলা হবে সেগুলো করুন।
  • স্ক্রিনে ট্রান্সফার ডেটা বেছে নিন। আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডেটা ট্রান্সফার করার সময় দিন হোয়াটসঅ্যাপকে। এটার জন্য অ্যান্ড্রয়েড ফোনে স্টার্ট অপশন ট্যাপ করুন। ডেটা মুভ করার জন্য প্রস্তুত হয়ে গেলেই অ্যান্ড্রয়েড থেকে সাইন আউট করে যেতে হবে। 
  • এবার আইফোনের মুভ টু ios অ্যাপে নেক্সট অপশন ক্লিক করুন। ডেটা ট্রান্সফারের জন্য কন্টিনিউ অপশন ক্লিক করুন তারপর। যতক্ষণ না ট্রান্সফার কমপ্লিট হচ্ছে অপেক্ষা করুন। 
  • অ্যাপেল স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল করুন। 
  • এবারে হোয়াটসঅ্যাপ খুলে আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনে যে নম্বর দেওয়া ছিল সেই একই নম্বর দিয়ে এখানেও হোয়াটসঅ্যাপে লগইন করুন। 
  • যখন স্ক্রিনে নির্দেশ আসবে তখন স্টার্ট অপশনে ক্লিক করুন। এরপর বাকি প্রসেসটা কমপ্লিট করার অনুমতি দিন হোয়াটসঅ্যাপকে। 
  • নতুন ডিভাইসে অ্যাক্টিভেট করার কাজ শেষ। এবার হোয়াটসঅ্যাপ খুলে দেখুন পুরনো সব চ্যাট আছে নতুন ফোনেও।

Digit.in
Logo
Digit.in
Logo