Realme 15 এবং Realme 15 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চের ঘোষণা, এই দিন বাজারে আসবে প্রিমিয়াম ফিচার সহ সস্তা ফোন

HIGHLIGHTS

রিয়েলমি কোম্পানি তার আপকামিং Realme 15 এবং Realme 15 Pro স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দিয়েছে

আপকামিং রিয়েলমি ১৫ এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি স্মার্টফোন আগামী 24 জুলাই ভারতে লঞ্চ হবে

রিয়েলমি ১৫ সিরিজে Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া যেতে পারে

Realme 15 এবং Realme 15 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চের ঘোষণা, এই দিন বাজারে আসবে প্রিমিয়াম ফিচার সহ সস্তা ফোন

রিয়েলমি কোম্পানি তার আপকামিং Realme 15 এবং Realme 15 Pro স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দিয়েছে। আপকামিং রিয়েলমি ১৫ সিরিজের স্মার্টফোন আগামী 24 জুলাই ভারতে লঞ্চ হবে। মনে করিয়ে দি যে কোম্পানি ছয় মাস আগেই তার নম্বর সিরিজের আওতায় Realme 14 লাইনআপ চালু করেছিল। দুটি স্মার্টফোনের লঞ্চ তারিখের পাশাপাশি ডিভাইসের ছবিও প্রকাশ করেছে, যেখানে ফোনের ডিজাইন পরিষ্কার দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি লাইনআপে কেমন ফিচার দেওয়া হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

realme 15 Series এর ভারতীয় লঞ্চ

টিজার ছবিতে দেখা যাচ্ছে যে রিয়েলমি ১৫ সিরিজ 24 জুলাই ভারতে চালু করা হবে। কোম্পানি এই দুটি ফোনই বিকেল 7 টায় আনবে। কোম্পানি তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে Vicky Kaushal এর নাম ঘোষণা করেছে।

আরও পড়ুন: আল্ট্রা প্রিমিয়াম ডিজাইন এবং IP68 রেটিং সহ আজ ভারতে লঞ্চ হবে Moto G96 5G স্মার্টফোন

Realme 15 series launch in india

রিয়েলমি ১৫ সিরিজের ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে রিয়েলমি ১৫ প্রো ফোনে ফ্ল্যাগশিপ ফিচার অফার করা হবে।

এই সিরিজ আগামী প্রজন্মের AI ফিচার সহ আসবে। এতে মেইন থাকবে AI Edit Genie, যা আপনার আওয়াজ দিয়ে ফটো এডিটুল টুল কাজ করবে।

সম্প্রতি আসা রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১৫ সিরিজে Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া যেতে পারে।

মেমোরি হিসেবে রিয়েলমি ১৫ ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB+512GB স্টোরেজ পাওয়া যেতে পারে। রিয়েলমি প্রো তে থাকবে 8GB+12GB RAM অপশন সহ 128GB/256GB/512GB স্টোরেজের সাথে।

পাওয়ার দিতে রিয়েলমি ১৫ সিরিজে 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 6000mAh এর বড় ব্যাটারি।

আরও পড়ুন: 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy Ultra স্মার্টফোনে দেদার ছাড়, Amazon সেলে মিলবে ধামাকা অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo